
নিজস্ব প্রতিনিধি : পার্বত্য জেলার বান্দরবানের কেরানিরহাট সড়কে পৃথক দুর্ঘটনায় ২জন নিহত হয়েছেন। এতে পুলিশ সদস্যসহ আরও ৪ জন আহত হয়েছেন।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান-কেরানিহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সামসু ময়মনসিংহের বাসিন্দা ও নিহত ব্যবসায়ী মো. হোসেন (৫০) বান্দরবান গোয়ালিয়া খোলা এলাকার মৃত নজির মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বান্দরবান-কেরানিহাট সড়কের মানুরটেক নামক স্থানে চট্টগ্রাম থেকে চিনিবোঝাই একটি ট্রাক উল্টে ঘটনাস্থলে ট্রাকের হেলপার সামসু নিহত হন। এ ঘটনায় ট্রাকে থাকা ২ পুলিশ সদস্যও আহত হন।
অন্যদিকে, একই সড়কে সকালে বিশ্ববিদ্যালয় এলাকায় মালবোঝাই একটি ট্রাক উল্টে মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী চা দোকানদার মো. হোসেন মিয়া নিহত হন।
আহত হন ২ মোটরসাইকেল আরোহী। আহতদের উদ্ধার করে কেরানিরহাটের আশসাফা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, দুর্ঘটনার খবর পেয়ে সেখানে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা গিয়ে হতাহতদের উদ্ধার করে। নিহত ২’জনের লাশ বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।আ