বাকলিয়ায় জোড়া খুনের প্রধান আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

চট্টগ্রামে চাঞ্চল্যকর জোড়া খুনের প্রধান আসামি শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের অন্যতম সহযোগী মেহেদী হাসান ওরফে মোহাম্মদ হাসান (৩৭)কে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২ মে) দিবাগত রাত সোয়া ১১টায় নোয়াখালী জেলার হাতিয়া থানাধীন নলের চর ভূমিহীন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ৩০ মার্চ রাতে নগরের বাকলিয়া থানাধীন এক্সেস রোড এলাকায় এক্সেস রোডে একটি প্রাইভেট কার লক্ষ্য করে গুলি করে আব্দুল্লাহ ও মানিক নামে ২জনকে হত্যা করা হয়। এ ঘটনায় বাকলিয়া থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া মেহেদী হাসান ওরফে হাসান এজাহারনামীয় প্রধান আসামি।

হাসান নগরের বায়েজিদ বোস্তামি থানার পশ্চিম শহীদনগর সুবাহান কন্ট্রাকটারের বাড়ির মোহাম্মদ আলমের ছেলে। গ্রেপ্তারের পর হাসানের দেয়া তথ্যের ভিত্তিতে তার বসতঘর থেকে ২টি ম্যাগজিন, ২টি গুলিসহ একটি বিদেশি পিস্তল (AUTO PISTAL MADE IN USA, অপর পাশে ইংরেজিতে 7.65MM NO 3000 লেখা আছে) উদ্ধার করেছে পুলিশ।আ

মন্তব্য করুন