
নিজস্ব প্রতিনিধি : তাকওয়া ভিত্তিক সমাজ বিনির্মাণে মাহে রামদানের ভূমিকা শীর্ষক বিষয় নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিশ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার উদ্যেগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২১মার্চ ২০২৫ইংরাজি শুক্রবার বিকালে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানি হাটস্থ মেহেফিল রেস্তোরায় বাংলাদেশ খেলাফত মজলিশ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মুহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের সেক্রেটারি মাওলানা মাহমুদুল করিম কাশেমির সঞ্চালনায় এ ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ নোমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজত ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সহ সভাপতি মাওলানা আব্দুল মুবিন, বাংলাদেশ খেলাফত মজলিশ চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা রিদুয়ানুল ওয়াহেদ, বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার এসিস্টেন্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, বাংলাদেশ ইসলামী আন্দোলন চট্টগ্রাম পূর্ব জেলা শাখার সহ সভাপতি জাহেদুল ইসলাম,সাতকানিয়া উলামা পরিষদের সেক্রেটারি মাওলানা দেলাওয়ার হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা নেছার আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা নৌমান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মিছবাহ উদ্দিন আনিছ, বাংলাদেশ জামায়াত ইসলামী কেরানি হাট শহর শাখার সেক্রেটারি মাওলানা আব্দুল মালেক, বাংলাদেশ জামায়াত ইসলামী কেরানি হাট শহর শাখার এসিস্টেন্ট সেক্রেটারি মুহাম্মদ নেজাম উদ্দিন, বাংলাদেশ খেলাফত যুব মজলিশ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার আমিরুল ওয়াহেদ, সহ সভাপতি শামশুল আলম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আয়াছ মাহমুদ, খেলাফত মজলিসের সাতকানিয়া উপজেলা দায়িত্বশীল মোজাম্মেল মুহাম্মদ আনিছ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চট্টগ্রাম দক্ষিণ জেলার আহবায়ক কমিটির সাবেক সদস্য অধ্যাপক এহসানুল মাওলা, কেরানি হাট ব্যবসায়ী সমিতির সাবেক সহ-সভাপতি নুরুল আবচার প্রমুখ।
প্রধান অতিথি বলেন, আওয়ামী ফ্যাসিস্টকে উৎখাত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে প্রত্যন্ত অঞ্চলে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।
তিনি আরো বলেন অনেক মতভেদ থাকতে পারে তবে দেশের স্বাধীন স্বার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে সবাইকে এক হতে হবে।