বাঁশখালী উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গফুর গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি : বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুরকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রবিবার রাত ১১ টা ৪৫ মিনেটের দিকে পৌর সদরের মিয়ারবাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, রবিবার রাতে স্থানীয় লোকজন হেলমেট পড়া অবস্থায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর মিয়ারবাজারে অবস্থান করছেন মর্মে সংবাদ দিলে বাঁশখালী থানা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে।

তার বিরুদ্ধে প্রাথমিকভাবে ৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে অধ্যাপক আবদুল গফুরের গ্রেফতারের খবরে বাঁশখালীতে আওয়ামী শিবিরে নতুন করে গ্রেফতার আতংক ছড়িয়ে পড়ে। এর আগে গত বৃহস্পতিবার সাবেক মেয়র তোফাইল বিন হোছাইনের দুই সহযোগী শাহনুর মোহাম্মদ ইলিয়াস ও মিনারুল ইসলামকে গ্রেফতার করেছিল থানা পুলিশ।আ

মন্তব্য করুন