বাঁশখালীতে সহিংসতায় নৌকার ৮ সমর্থককে জেল হাজতে প্রেরণ

খবর ডেস্ক :
চট্টগ্রামের বাঁশখালীতে নৌকা ও ঈগল সমর্থকদের মধ্যে ইট পাটকেল নি‌ক্ষেপের ঘটনায় দায়ের করা মামলায় ৮জন নৌকার সমর্থককে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আজ বৃহস্প‌তিবার বাঁশখালী আদালতে হা‌জির হলে আদালত জা‌মিন নামঞ্জুর ক‌রে জেল হাজ‌তে প্রেরণ ক‌রে‌ তাদের । তারা হ‌লেন নৌকা প্রতী‌কের প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর সম‌র্থিত কর্মী মোহাম্মদ রেজবা (২৮), কায়জাসেদ প্রমি (২৪), মোহাম্মদ রাশেদ (২৬), মোহাম্মদ জমির (২৬), মোহাম্মদ মুবিন (৩০), আরিফুল ইসলাম (৩৭), মো. আশেক (২৫) ও মোহাম্মদ রা‌শেদ (২২)।

ত‌বে এ মামলায় হা‌জির হয়ননি রশিদ আহমদ (৪০), মো. হারুন (৩৫), আনিছুজ্জামান আবিদ (৩০)।

বাঁশখালী‌তে গত ১৯‌ ডি‌সেম্বর আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুজিবর রহমানের সমর্থকদের মধ্যে ইট পাট‌কেল নি‌ক্ষে‌পের ঘটনা ঘ‌টে ।

এ ঘটনায় ২০ ডিসেম্বর রাতে ৯ জনের নাম উল্লেখ এবং ২০/ ৩০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন নৌকার প্রার্থীর সমর্থক মোঃ হারুনুর রশিদ।

অপর‌দি‌কে একই ঘটনায় গত ২২ ডিসেম্বর বাঁশখালী থানায় ঈগল প্রতী‌কের মুজিবুর রহমানের সমর্থক জলদীর বেলাল উদ্দিন বাদী হ‌য়ে নৌকা প্রতী‌কের মোস্তাফিজুর রহমান চৌধুরীর সম‌র্থিত ১১ জ‌নের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৩০/ ৫০ জনকে আসামি করে মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদী বেলা‌লের আইনজীবী এসএম তক‌ছিমুল গ‌নি ইমন।

মন্তব্য করুন