বাঁশখালীতে মধ্যরাতে মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা, ২ জনের কারাদণ্ড

খবর ডেস্ক :
বাঁশখালীতে অবৈধভাবে রাতের আধাঁরে মাটি কাটার অপরাধে ৩ লক্ষ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) দিবাগত-রাত ১ টায় উপজেলার সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল খালেক পাটোয়ারী।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল খালেক পাটোয়ারী জানান, গোপনে সংবাদ পেয়ে বাঁশখালী উপজেলার সাধনপুর বাণীগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে রাতের আধাঁরে মাটি কাটার অপরাধে মো: ইয়াছিন, এহসান উল্লাহ, হাফিজুর রহমানকে ১ লক্ষ টাকা করে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং মো: আজিজ ও ফজল করিমকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

মন্তব্য করুন