বহদ্দারহাট “দুবাই বোরকা হাউস” এর শাখার উদ্বোধন

গতকাল ১৭ জানুয়ারি “দুবাই বোরকা হাউস” এর বহদ্দারহাট শাখার উদ্বোধন। “দুবাই বোরকা হাউস” এর প্রোপ্রাইটর মো: এরশাদ হোসাইন এর পরিচালনায় আজ শুক্রবার ৩টায় চট্টগ্রাম বহদ্দার হাটস্থ এ শাখার উদ্বোধন অনুষ্ঠিত হয়। উক্ত শুভ উদ্বোধন অনুষ্ঠান প্রোপ্রাইটর এরশাদ হোসাইন এর সার্বিক ব্যবস্থাপনায় সুন্দর ও সুশৃংখলভাবে সম্পন্ন হয়। উক্ত দুবাই বোরকা হাউস এর ব্যবসা বৃদ্ধির জন্য ও সকল গ্রাহকদের সুন্দরভাবে সন্তুষ্ট রাখার জন্য চেষ্টায় সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন। প্রথম থেকে কোরান তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সূত্রে জানা যায়, এরশাদ হোসাইনের চট্টগ্রামের নাসিরাবাদ, মিমি সুপার মার্কেট, পাঁচলাইশ, বহদ্দারহাট, লোহাগাড়া ও কক্সবাজারেও দুবাই বোরকা হাউস এর শাখা রয়েছে।

• নাসিরাবাদ শাখা: মিমি সুপার মার্কেট (২য় তলা), দোকান নং- ১০৫, নাসিরাবাদ, চট্টগ্রাম।

• বহদ্দারহাট শাখা: ইলেনজি স্কাই পার্ক (১ম তলা), দোকান নং- ১২৩/১২৪, বহদ্দারহাট, চট্টগ্রাম।

• পাঁচলাইশ শাখা: ফিনলে সাউথ সিটি, দোকান নং- ৩০৭, শুলকবহর, আরাকান রোড, বহদ্দারহাট মোড়, পাঁচলাইশ, চট্টগ্রাম।

• কক্সবাজার শাখা: মডেল প্লাজা মার্কেট (২য় তলা), পানবাজার রোড, কক্সবাজার।

• লোহাগাড়া শাখা: স্টার সুপার মার্কেট (২য় তলা), দোকান নং- ৫, আমিরাবাদ, লোহাগাড়া, চট্টগ্রাম।

বিঃদ্র: অনলাইনের মাধ্যমে পাইকারী ও খুচরা অর্ডার নেওয়া হয়।

মন্তব্য করুন