tag: বলিউড সুপারস্টার শাহরুখ খান। পর্দায় রোমান্টিক হিরো হিসেবেই দেখা যায়।
Fri. Jan 22nd, 2021

আমাদের খবর

খবরের সাথে সব সময়

বলিউড সুপারস্টার শাহরুখ খান।

1 min read
বলিউড-সুপারস্টার-শাহরুখ-খান

বলিউড সুপারস্টার শাহরুখ খান। পর্দায় তাকে রোমান্টিক হিরো হিসেবেই বেশি দেখা যায়। বাস্তব জীবনেও গৌরীর প্রেমে পাগল ছিলেন শাহরুখ খান। এমনকি তার জন্য সিনেমা ছাড়তেও রাজি ছিলেন। শাহরুখ খানের প্রথম সিনেমা ‘দিওয়ানা’ মুক্তির আগেই বিয়ে করেন এই জুটি। নির্মাতা এফ সি মেহরা চেয়েছিলেন ‘চমৎকার’ সিনেমা মুক্তির আগে শাহরুখ খান যেন বিয়ে না করেন। কারণ বিয়ে করলে নারী ভক্তদের মধ্যে শাহরুখ খানের ক্রেজ কমে যেতে পারে। তবে পরিচালকের সেই কথা মানেননি অভিনেতা শাহরুখ খান।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, সবার আগে আমার স্ত্রী।

যদি কখনো ক্যারিয়ার ও গৌরীর মধ্যে কাউকে বেছে নিতে বলা হয়,  তবে আমি সিনেমা ছেড়ে দিবো। আমি তার জন্য পাগল।

শাহরুখ-গৌরী ১৯৯১ সালের ২৫শে অক্টোবর মাসে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

১৯৯৭ সালে তাদের কোল জুড়ে প্রথম  ছেলে আরিয়ানের জন্ম হয়।

এরপরই বলিউডের অন্যতম নাম হয়ে ওঠেন শাহরুখ খান।

অন্যদিকে গৌরী ঝুঁকে পড়েন ইন্টেরিয়র ডিজাইনিং-এর দিকে।

২০০০ সালের মে মাসে তাদের মেয়ে সুহানার জন্ম গ্রহন করেন।

২০১৩ সালে সারোগেসি পদ্ধতিতে তৃতীয় সন্তান আব্রামের মা-বাবা হন এই বলিউড তারকা দম্পতি।

আরো পড়ুনঃ মাইয়া দেহি এইডাও পারে মিথিলার নাচ দেখে মন্তব্য সৃজিতের

এদিকে করোনা ভাইরাসের মহামারির সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে বিশ্বজুড়ে। প্রতিনিয়ত ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই যাচ্ছে। দেশটির এমন পরিস্থিতিতে করোনা ভাইরাসে আক্রান্ত বৃদ্ধ-শিশুদের জন্য নিজের চার তলা ভবনের রেড চিলিজ নামক অফিসটি ছেড়ে দিয়েছেন শাহরুখ খান ও তার স্ত্রী গৌরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *