বর্ণবাদকে না বলুন- মুশফিকুর রহীম।
1 min read
বর্ণবাদকে না বলুন– মুশফিকুর রহীম। বিশ্বজুড়ে যখন মহামারি প্রাণঘাতী করোনা ভাইরাস বা কোভিড-১৯ এ আক্রান্ত সকল মানুষ। ঠিক তখন যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ বাস্কেটবল খেলোয়াড় জর্জ ফ্লয়েড হত্যার ঘটনায় প্রতিবাদে ফুঁসছে বিশ্বজুড়ে। বর্ণবাদকে না বলুন- এই ঘটনার প্রতিবাদে সরব গোটা বিশ্বের ক্রীড়াবিদরাও। এতে যোগ দিলেন বাংলাদেশের খ্যাতি মান ক্রিকেট তারকা মুশফিকুর রহীম।
সামাজিক যোগাযোগ মাধ্যমে হাতে বর্ণবাদ বিরোধী প্ল্যাকার্ডসহ একটি ছবি পোস্ট করেছেন এই খ্যাতি মান ক্রিকেট তারকা মুশফিকুর রহীম।
তাতে লেখা, ‘আমি বর্ণবাদকে ঘৃণা করি। বর্ণবাদকে না বলুন।
বাংলাদেশের এই খ্যাতি মান তারকা মুশফিকুর রহীমকে সব সময়ই নানা ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বদা সক্রিয় থাকতে দেখা যায়।
নিজের টুইটার, ফেসবুকে বর্ণবাদ বিরোধী মুশফিকুর রহীমের পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায় বিশ্বজুড়ে।
ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক খ্যাতি মান ড্যারেন স্যামি তার আগে এক সাক্ষাৎকারে বলেন, ভারতের আইপিএল খেলতে গিয়েছিলাম সেখানে বর্ণবাদী মন্তব্য শুনতে হয়েছে তাকে।
স্যামির দাবি, সানরাইজার্স হায়দরাবাদে খেলার সময় তাকে ও শ্রীলঙ্কান সতীর্থ থিসারা পেরেরাকে ‘কালু’ ডাকা হতো।
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী সাবেক এ অধিনায়কের দাবিতে তোলপাড় ক্রিকেট বিশ্ব।
বর্ণবাদ নিয়ে মন্তব্য করেছেন সাবেক উইন্ডিজ খ্যাতি মান ও সুনামধন্য তারকা মাইকেল হোল্ডিংও।
তিনি বলেন, শুধু আইন করে খেলাধুলায় বর্ণবাদ দূর করা যাবে না। এ জন্য চাই সামাজিক সচেতনতা।
ফ্লয়েড হত্যার প্রতিবাদে খেলার মাঠে কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানান।
কিলিয়ান এমবাপ্পে, জাডন সানচো, কোকো গফ, লেব্রন জেমস, মার্কাস থুরাম, ওয়েস্টন ম্যাকেনিরা।
ক্রিকেট ক্রীড়াবিদের আরো খবর জানতে পড়ুনঃ আমাদের খবর- ক্রিকেট বিশ্ব।