বদলে যাচ্ছে র‍্যাব: যা বলছেন নেটিজেনরা

অনলাইন ডেস্ক : নতুন রূপে আসছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তাই নয়, নতুন আইনের খসড়া তৈরি করা হচ্ছে। বর্তমানে এই বাহিনীর জন্য আলাদা কোনো আইন নেই। এটি পরিচালিত হয় পুলিশ অধ্যাদেশ অনুসারে।

র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান সম্প্রতি বলেছেন, আমরা এই বাহিনীর নাম, নিয়ম ও পোশাক পরিবর্তনসহ সংস্কারের পদক্ষেপ নিয়েছি। বাহিনীর জন্য নতুন আইন প্রণয়নের উদ্যোগও নেওয়া হয়েছে, যা খসড়া পর্যায়ে রয়েছে।

এদিকে মানবাধিকারকর্মীরা বলছেন, র‍্যাব রাখারই কোনো যৌক্তিকতা নেই। র‍্যাব বিলুপ্ত করে দেওয়া উচিত। আবার কেউ বলছেন, সংস্কার করে আইনি কাঠামোর মধ্যে রেখে র‍্যাব পরিচালনা করা যেতে পারে।

এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা। বেশিরভাগ নেটিজেনরাই র‍্যাব বিলুপ্ত চান। তবে হাতে-গোনা কয়েকজন বলছেন, ব্যক্তির কারণে একটি পুরো দল খারাপ হতে পারে না। কাজেই যারা অন্যায় করেছে তাদের শাস্তি হওয়া উচিত।

মুহাম্মাদ আব্দুল হাকীম ফতেপুরী নামে একজন ফেসবুকে লিখেছেন, এই বাহিনী বিলুপ্ত করা হোক। তাদের মাধ্যমে দেশে সবচেয়ে বড়-বড় অপরাধ হয়েছে।

মো. আবুল কাশেম নামে একজন লিখেছেন, পোশাক বদলালেই মানুষ বদলানো যায় না। বরং যারা অপরাধ করেছে, তাদের কঠিন শাস্তি দিন। তাহলে দেখবেন দেশে শতভাগ অপরাধ কমে যাবে। বাহিনী বিলুপ্ত করা কোনো সমাধান নয়।

আনোয়ার হোসাইন নামে একজন লিখেছেন, অন্যায়ভাবে গ্রেপ্তার, ক্রসফায়ার, হত্যা ও গুম ইত্যাদি কারণে র‍্যাব বিলুপ্ত করা হোক। এই বাহিনীকে বিলুপ্ত করে পুলিশ বাহিনীর মধ্যে থেকে একটা স্পেশাল ফোর্স তৈরি করা হোক।

মো. হাসান নামে একজন লিখেছেন, বাতিল না করে সংস্কার করা উচিত। এই বাহিনীর যেমন দুর্নাম আছে, তেমন এর সুনামও আছে। কিন্তু এই দুর্নামের পিছনে সরাসরি দায়ী হয়ে ছিল আওয়ামী লীল। সুতরাং এই বাহিনীকে সংস্কার করা উচিত।

মো. আরিফুজ্জামান নামে একজন লিখেছেন, এই বাহিনীকে আসলেই বিলুপ্ত করা দরকার। পাশাপাশি পুলিশকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া দরকার। এছাড়া ঘুষ, দুর্নীতি ও স্বজনপ্রীতি বন্ধ করা দরকার। তাহলেই দেশ উন্নত হবে।

উল্লেখ্য, বিএনপি ক্ষমতায় থাকাকালে ২০০৪ সালে এলিট ফোর্স র‍্যাব গঠন করা হয়। উদ্দেশ্য ছিল সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমন করা। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বিগত ১৫ বছরে এই বাহিনীর বেপরোয়া কর্মকাণ্ড নিয়ে দেশে-বিদেশে চরম সমালোচনা তৈরি হয়। গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ নানা অভিযোগ ওঠে বাহিনীটির বিরুদ্ধে। এই অবস্থায় ২০২১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র র‍্যাব শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে।ই

মন্তব্য করুন