বগুডায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত-৫, আহত-২৫

অনলাইন ডেস্ক : বগুড়ায় সনাতন ধর্মাবলম্বীদের উৎসব রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫জন মারা গেছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। রোববার (৭ জুলাই) বিকেল সোয়া ৫টার দিকে বগুড়া শহরের সেউজগাড়ী আমতলী মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বগুড়া সদর থানা‌র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ও‌লীউল্লাহ এই তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন। নিহতরা হ‌লেন, অলোক সরকার (৪০), আতশী রাণী (৪০) র‌ঞ্জিতা মোহন্ত (৬০), নরেশ মোহন্ত (৬৫) এবং অজ্ঞাত পরিচয় নারী ১জন। জানা গে‌ছে, সেউজগাড়ী ইসকন ম‌ন্দির থেকে রথযাত্রা‌র শোভযাত্রা বিকেল ৫টায় বের হয়। ১০ মিনিট পথ অতিক্রম করার পর সেউজগাড়ী আমতলা এলাকায় স্টেশন সড়কে র‌থের চূড়াটি সড়কের উপর থাকা হাইভোল্টে‌জের বৈদ্যুতিক তা‌রের সংস্প‌র্শে আসে। এতে আগুন ধরে যায়। এ সময় র‌থের উপরে এবং নিচে বসে থাকা অন্তত ২৫ জন আহত হন। প‌রে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান‌ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌ল ও বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওসি সাইহান ও‌লীউল্লাহ ব‌লেন, রথযাত্রার সময় র‌থের চূড়া‌টি বিদ্যুতের তা‌রে সংস্প‌র্শে এলে এই দুর্ঘটনা ঘটে। আহত‌দের মধ্যে শহীদ জিয়াউর রহমান মে‌ডি‌কে‌লে কলেজে ৪জন এবং মোহাম্মদ আলী হাসপাতা‌লে ১জন মারা গে‌ছেন।ই

মন্তব্য করুন