ফয়েজ মেম্বারের মাদক পাচারে বাধার জের: মিজানুর রহমান ও পরিবারের উপর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধুবপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মাদক পাচারকারী আওয়ামিলীগ এর প্রতিনিধি সাবেক ফয়েজ মেম্বার। দীর্ঘ দিন ধরে আধিপত্য বিস্তার ও মাদক দ্রব্য চালান করছে ফয়েজ মেম্বার ও তার দলবল। এলাকায় তার ৩ ছেলে কিবরিয়া, সামদানি, জিলানী ও সহযোগী মামুন এলাকা অতিষ্ঠ ও বিভিন্ন মাদক দ্রব্য পাচার করে আসছে এবং যুব সমাজকে নষ্ট করছে।

ফয়েজ মেম্বার ও তার দলবলের মাদক পাচার ব্যবসা বন্ধের প্রতিবাদ জানায় সাহসী ১ যুবক সিয়াম। সিয়াম ও তার বাবাসহ ৪জন প্রতিবাদ করেন তাদের অন্যায় ও মাদক পাচারের বিরুদ্ধে। প্রথমে সিয়ামের পরিবারকে হুমকি দেয় ফয়েজ মেম্বারের ৩ ছেলে। তারপরও প্রতিবাদ করাই পরবর্তীতে গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর ২০২৪) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে গ্রামের ১ দোকানে সিয়াম ও তার বাবার সাথে কয়েকজন বসেছিলেন সেখানে অন্ধকারের মাঝে ফয়েজ মেম্বার তার ৩ ছেলে ও দলবল হাতে ছুরি ও ধারালো অস্ত্র নিয়ে সিয়ামের পরিবারের উপর হামলা করে। এতে সিয়ামের পরিবার গুরুতর আহত হয়।

পরবর্তীতে গ্রামে কিছু বাসিন্দা মিলে তাদেরকে ব্রাহ্মণপাড়া সরকারি হাসপাতালে নিয়ে যায়। অবস্থা বেশি গুরুতর হলে তারপর রেফার এর মাধ্যমে কুমিল্লা আলেখাচড় বিশ্বরোড এ হসপিটালে নিয়ে যাওয়াা হয়। সিয়ামের বাবা মিজানুর রহমান চোখে মারাত্মক আঘাত পায় এবং পায়ে অনেক ব্লাড পড়ে। এছাড়া তাদের সাথে থাকা বাকিদেরও শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। সিয়াম ও তার ৩ ভাই এবং তার বাবা মিজানুর রহমান হাসপাতালে এডমিট আছে। মিজানুর রহমানের ছেলে সিয়াম আমাদেরকে জানায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় মেম্বারগং। আওয়ামী লীগ সাবেক প্রতিনিধি ফয়েজ মেম্বার ও তার ছেলে কিবরিয়া, সামদানী, জিলানী ও তাদের সহযোগী মামুনসহ তাদের দলবলকে আইনের আওতায় আনার জন্য অনুরোধ করে কুমিল্লা জেলা প্রশাসক এবং ব্রাহ্মণপাড়া থানাকে ফয়েজ মেম্বারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আকুল আবদন করেন।
অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ সম্ভব না হওয়ায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

মন্তব্য করুন