প্রাপ্তির লোভ মানুষকে হিংস্র আর নির্লজ্জ করে তোলে

বিনোদন
খবর ডেস্ক :
জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে নিজের আক্ষেপের কথা সমাজ মাধ্যমের পাতায় জানালেন গুণী অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা। সমপ্রতি একটি পোস্টে তিনি লেখেন, পুতুল পেতে সবসময় যোগ্যতা না লাগলেও লবিং কিন্তু সবসময় লাগে। কখনো লবিং করিনি বলে ব্যাপারটা নিয়ে খুব একটা জানতামও না বা মাথাও ঘামাইনি। কিন্তু এখন বুঝতে পারছি ক্ষমতা থাকলে এই লবিংয়ে দিনকে রাত আর রাতকে দিন করা সেকেন্ডের ব্যাপার। ছন্দা আরও বলেন, শুধু যে যোগ্যতা না থাকলে লবিং হয় ব্যাপারটা তা নয়, যোগ্যতা সবার কাছে প্রমাণিত হওয়ার পরও লবিং করতে হয়! কিন্তু প্রশ্ন হলো কেন? কারণ বার বার তো আর যোগ্য হওয়া যায় না কিন্তু বার বার যোগ্যতাকে টিকিয়ে তো রাখতে হয়। তখন কিন্তু ওই যে লবিং বললাম সেটাই লাগে। আর এখানেই আমার যত ধিক্কার, লজ্জা এবং করুণা হয়। প্রাপ্তির লোভ মানুষকে কি পরিমাণ হিংস্র আর নির্লজ্জ করে তোলে। সম্মাননা যদি নিজেই লবিং করে পাই, তবে কি সেটা সম্মাননা! পৃথিবীর আর কেউ না জানুক, নিজেকে তো আয়নার সামনে দাঁড়াতে হয়! তখন কি বিবেক নাড়া দেয় না! কি জানি হয়তো দেয় না! সত্যিই কতো কি জানার আছে কতো কি শেখার আছে। যেটা আমার কাছে অসম্ভব সেটা অন্যের কাছে পানির মতো।

মন্তব্য করুন