প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বগুড়ায় আটক ১৯

খবর ডেস্ক :
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বগুড়ায় আটক ১৯
বগুড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ১৯ ব্যক্তিকে আটক করা হয়েছে। সদর থানা পুলিশ শুক্রবার বিভিন্ন কেন্দ্রে অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়।

সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহীনুজ্জামান শাহীন জানান, মোবাইল ফোন ও ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহারসহ নানাভাবে অসদুপায় অবলম্বন করায় বিভিন্ন কেন্দ্র থেকে ১৯ জনকে আটক করা হয়েছে।

বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানান, জেলায় অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মোট ৩৭টি কেন্দ্রে মোট ৩২ হাজার ১৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন, ২৩ হাজার ৫৬৫ জন। অনুপস্থিত ছিলেন আট হাজার ৬১৪ জন। বহিষ্কৃত হয়েছেন, ২৬ জন।

তিনি জানান, ডিজিটাল ডিভাইস, মোবাইল ফোনসহ ১৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কক্ষ পরিদর্শকের হাতে আটক হয়েছেন। গোয়েন্দা বিভাগ তাদের জিজ্ঞাসাবাদ করছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন