
মোঃ আকাশ আহমেদ (ভালুকা) ময়মনসিংহ থেকে :
ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকা এর সভাপতি, বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকা এর সিনিয়র সহ সভাপতি ও ময়মনসিংহ জিলা সমিতি, ঢাকা এর উপদেষ্টা বীর মুক্তিযোদ্বা মাহফিজুর রহমান বাবুলের সহধর্মিণী প্রয়াত ফেরদৌসী রহমান কুসুম (সাবেক মন্ডল বাড়ী হাই স্কুলের সভাপতি, বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকা এর সহ সভাপতি, ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকা এর সহ সভাপতি ও ময়মনসিংহ জিলা সমিতি ঢাকা এর উপদেষ্টা) এর রুহের মাগফিরাত কামনা করে বৃহস্পতিবার বিকেলে এলিফ্যান্ট রোড ময়মনসিংহ লঅডিটোরিয়ামে আলোচনা, দোয়া মাহফিল ও ইফতার মাহফিজুর রহমান বাবুলের সভাপতিত্বে ও ময়মনসিংহ জিলা সমিতি,ঢাকা ও ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকা এর যুগ্ম মহা সচিব মোঃ হেলাল উদ্দীনের উপস্হাপনায় অনুষ্ঠিত হয়। সভায় মরহুমের সমিতির প্রতি অবদানের বিষয়ে ও সাংগঠনিক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করে ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকা, বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকা, ময়মনসিংহ জিলা সমিতি, ঢাকা ও আর এম বি সি কল্যাণ সমিতি এলিফ্যান্ট রোড,ঢাকা এর নেতৃবৃন্দের মাঝে বক্তব্য রাখেন, সর্ব জনাব শিল্পপতি এ ডি এম সালাউদ্দীন হুমায়ুন, এড. খলিলুর রহমান,এম এ মান্নান,ইন্জিঃ মনিরুজ্জামান তকদীর, ইন্জিঃ এম এইচ খান টুটুল, ইন্জিঃ রাশেদুল হাসান খান,মশিউর রহমান বাবুল,এড. জিতেন্দ্র চন্দ্র বর্মন, অধ্যক্ষ শফি খন্দকার, ইন্জিঃ আলতাফ হোসেন, এড. রুহুল আমিন,লতিফুল ইসলাম,মোঃ লুৎফর রহমান, রীনা পনিডিত,আসাদুল্লাহ, মোঃ কবির খান,আদনান শাহরিয়ার নাজিন, মাহরুজ তালাল দাইয়ান, কোর্ট অফিসার আমিনুল ইসলাম,আলহাজ্ব ইকবাল হোসেন,ডাঃ ইব্রাহিম. শামসুল হক, ইন্জিঃ লোটন,অধ্যক্ষ কামরুজ্জামান মামুন, মোঃ আলী, খায়রুল প্রমূখ। সভার দ্বিতীয় পর্বে প্রয়াত ফেরদৌসী রহমান কুসুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন এ ডি এম সালাউদ্দীন হুমায়ুন ও অধ্যক্ষ শফি খন্দকার। আমিন।