প্যারেড ময়দানে ৫ দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল শুরু

কুরআনের দাওয়াত মানুষের নিকট তুলে ধরতে এ মাহফিল : শাহজাহান চৌধুরী

ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের উদ্যোগে প্যারেড ময়দানে ৫ দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল আজ শুরু। প্রস্তুতির অংশ হিসেবে গত ২০ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত নগরব্যাপী মাইকিংসহ মাহফিলের সার্বিক প্রচার কাজ সম্পন্ন হয়। এদিকে জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমীর আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, এ ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল একটি ধর্মীয় মাহফিল। মহাগ্রন্থ আল কুরআনের দাওয়াত মানুষের নিকট তুলে ধরার লক্ষ্যে এ মাহফিলের আয়োজন করা হয়। তিনি আরো বলেন, জাতি ধর্ম বর্ণ ও দল নির্বিশেষে সকলেই এ মাহফিলে অংশগ্রহণ করে থাকে। সকলকে তিনি এ মাহফিল সফল করার জন্য উদাত্ত আহ্বান জানান। গত রবিবার মাহফিলের মাঠ পরিদর্শনকালে তিনি উপরোক্ত কথা বলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহ ও পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, সাবেক চট্টগ্রাম উত্তর জেলা আমীর অধ্যাপক নুরুল আমীন চৌধুরী, চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমীন, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, নগর জামায়াত নেতা ডা. ছিদ্দিকুর রহমান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক ফখরুল ইসলাম, ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি তানজির হোসেন জুয়েল, দক্ষিণ সভাপতি ইব্রাহিম রনি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন