পেলে-মারাদোনার প্রতি শ্রদ্ধা রেখেই গুয়ার্দিওলা বললেন, মেসিই সর্বকালের সেরা

স্পোর্টস ডেস্ক : ২০০৮ থেকে ২০১২ পর্যন্ত ফুটবল ক্লাব বার্সেলোনায় জুটি ছিলেন লিওনেল মেসি ও পেপ গুয়ার্দিওলা। ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা দল হওয়ার পথে এই দুজনের ভূমিকা ছিল অগ্রগন্য। বর্তমানে দু’জন দুই ঠিকানায়। ম্যানচেস্টার সিটিকে একের পর এক সাফল্য এনে দিচ্ছেন স্প্যানিশ কোচ। অন্যদিকে ৩৭ বছর বয়সেও আর্জেন্টিনা ও ইন্টার মায়ামির হয়ে আলো ছড়াচ্ছেন মেসি।

দুজনের পথ আলাদা হয়ে গেলেও সুযোগ পেলেই মেসির প্রসংশা করতে কার্পণ্য করেন না গুয়ার্দিওলা। ইতালিয়ান টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে আবারও তিনি কথা বলেন এক সময়ের প্রিয় শিষ্যকে নিয়ে।

ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার কে? এমন প্রশ্নের জবাবে মেসির নামই উল্লেখ করলেন ৫৩ বছর বয়সী গুয়ার্দিওলা। উত্তরের স্বপক্ষে যক্তিও তুলে ধরেন সময়ের অন্যতম সেরা এই কোচ।

“প্রথমত, মেসির মতো কাউকে আগে ভালোভাবে জানতে হবে, তাহলে বুঝবেন আমার পক্ষে এটা বলা সহজ। সব সময়ের সেরা ফুটবলার মেসিই। এটা হয়ত পেলে বা মারাদোনার মতো কাউকে কম শ্রদ্ধা দেখানোর মতো, কিন্তু লম্বা সময় ধরে তার মতো আধিপত্য দেখিয়েছে এমন কাউকে আমি দেখছি না। সে অনন্য।

সময়ের সেরার প্রশ্নে উঠে আসে আরও একজনের নাম। তিনি হলেন ক্রিস্তিয়ানো রোনালদো। তবে পর্তুগিজ এই তারকাকে কেবল একজন দুর্দান্ত গোলস্কোরার হিসেবে দেখেন গুয়ার্দিওলা।

“রোনালদো দুর্দান্ত এক খেলোয়াড় এবং অসাধারণ গোলস্কোরার; কিন্তু সে পরিপূর্ণ নয়। এমন কেউ যিনি অবিশ্বাস্য পাস দিবেন, চোখ ধাঁধানো ড্রিবলিং করবেন, গোল বানিয়ে দিবেন এবং গোলও করবেন, আরেকজন কেবল গোল করবেন- এই দুজনের মধ্যে আপনি কাকে বেছে নিবেন?

“আমার মনে হয় এটা তুলনা করারই মতো না। লিওই একমাত্র খেলোয়াড় যে সব পজিশনে খেলতে পারে। খেয়াল করলে দেখবেন প্রত্যেক খেলোয়াড় একটা নির্দিষ্ট জায়গাতেই খেলেন, একজন প্লে মেকার, একজন ফরোয়ার্ড, একজন উইঙ্গার, একজন মিডফিল্ডার তারা অন্য পজিশনে খেলতে পারেন না। কিন্তু একজনই আছেন, যিনি সব পজিশনেই সমানভাবে খেলতে পারেন। আর সেই খেলোয়াড় হলেন লিওনেল মেসি। অন্য সবার থেকে সে সম্পূর্ণ আলাদা।ই

মন্তব্য করুন