
নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়া ও আনোয়ারায় পৃথক ঘটনায় ছুরিকাঘাত ও কুপিয়ে ২ যুবককে হত্যা করা হয়েছে। আজ রোববার (১৪ জুলাই) ভোরে আনোয়ারার শোলকাটা ও শনিবার রাতে সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের বিওসির মোড় এলাকায় হোসনে আরা ভুট্টো কলোনীতে এসব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ রোববার ভোরে আনোয়ারার শোলকাটা এলাকায় জুঁইদন্ডী ইউনিয়ন যুবলীগ নেতা জালাল উদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আড়ৎ থেকে মাছ আনতে যাওয়ার পথে সে প্রতিপক্ষের হামলার শিকার হয়। নিহত জালাল উদ্দীন (৪৩) উপজেলার ১১নং জুইদন্ডী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আলতা মুন্সীর ছেলে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ সাংবাদিকদের বলেন, ‘পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
অপরদিকে শনিবার রাতে সাতকানিয়ায় ছুরিকাঘাতে ইব্রাহিম খলিল (৪০) নামে ১ যুবক নিহত হয়েছে। একই ঘটনায় দেলোয়ার হোসেন (২২) নামের অপর ১জন গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নারীসহ ৩জনকে আটক করেছে পুলিশ।
নিহত ইব্রাহিম খলিল পার্বত্য জেলা বান্দরবানের লামার ছমুর মুখ এলাকার মৃত সিরাজ মিয়ার পুত্র।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শিবলী নোমান সাংবাদিকদের বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ১ নারীসহ ৩জনকে আটক করেছি। আশা করছি, তাদেরকে জিজ্ঞাসাবাদের পর ঘটনার প্রকৃত কারণ জানতে পারব।