
নিজস্ব প্রতিনিধি : নির্বাচনের আগে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে কয়েকটি ইসলামি রাজনৈতিক দল ‘যুগপৎ আন্দোলে’ নেমেছে। সঙ্গে রয়েছে এনসিপি এবং জামায়াতও।
এরই অংশ হিসাবে শুক্রবার বাদ জুমআ সিলেট মহানগরে বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন।
বাদ জুমআ ধোপাদিঘীরপাড় সিটি কর্পোরেশন জামে মসজিদের সামন থেকে মিছিল বের করে খেলাফত মজলিস সিলেট মহানগর শাখা।
এতে বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
খেলাফত মজলিসের দাবিগুলো হচ্ছে- অবিলম্বে জুলাই জাতীয় সনদ ঘোষণা ও এর আইনি ভিত্তি প্রদান, সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন, আওয়ামী ফ্যাসিবাদ ও দোসরদের অপরাধের বিচার দৃশ্যমান করা, আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত, নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি এবং সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ করা।
অপরদিকে, জুমআর নামাজের পর বন্দরবাজারস্থ কালেক্টর জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখা। এতে জেলা ও মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আন্দোলনকারী এই ইসলামি দলের দাবিগুলো হচ্ছে- জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, গণহত্যার বিচার দৃশ্যমান, ভারতীয় তাবেদার ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি এবং ১৪ দলের বিচার করা এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধকরণ।আ