পাকিস্তানে নির্বাচনের ১ দিন আগে বিস্ফোরণে নিহত অন্তত ২৮

অনলাই ডেস্ক :
পাকিস্তানের আজ বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে, গতকাল বালুচিস্তানে দুটি বিস্ফোরণ কেড়ে নিল ২৮টি প্রাণ। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানা যাচ্ছে। আহত হয়েছেন ৩৭ জন। গতকাল দক্ষিণ-পশ্চিমের পিশিন জেলায় নির্বাচনের এক প্রার্থীর কার্যালয়ের সামনে প্রথম বিস্ফোরণ হয়। অন্তত ১৪ জনের প্রাণ হারানোর খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স। আহত হয়েছেন ২৫ জন।

এর আগে, নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশকর্মী বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘১২ জন মারা গেছেন ও ২৫ জন আহত হয়েছেন। প্রাথমিক অনুসন্ধান বলছে যে বিস্ফোরণ হয় একটি আইইডি বা ইম্প্রোভাইসড বিস্ফোরক থেকে, যা একটি মোটরবাইকের ওপর রাখা ছিল।’ এরপর, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৪। কোয়েটা শহর থেকে ৫০ কিলোমিটার দূরে পিশিন জেলায় বিস্ফোরণটি হয়। আফগানিস্তানের সাথে পাকিস্তানের সীমান্ত অঞ্চল থেকে পিশিন ১০০ কিলোমিটার দূরে অবস্থিত।

দ্বিতীয় বিস্ফোরণটি হয় কোয়েটা শহর থেকে ১২০ কিলোমিটার পূর্বে অবস্থিত শহর কিল্লা সাইফুল্লাহতে, যা একেবারে আফগান সীমান্তের পাশে। সেখানেও বিস্ফোরণ হয় প্রার্থীর কার্যালয়ের সামনে। বালুচিস্তান রাজ্যের তত্ত্বাবধায়ক তথ্যমন্ত্রী জান আশাকজাই মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন। এএফপিকে তিনি বলেন, ‘অন্তত ১০ জন মারা গেছেন ও ১২ জন আহত হয়েছেন।’ এক বরিষ্ঠ পুলিশকর্মী বলেন, ‘শহরের মূল বাজার এলাকায় বিস্ফোরণটি হয়, যেখানে বিস্ফোরণের নিশানা ছিল জামায়াত-উলেমা-এ-ইসলাম এফ (জেইউআইএফ) দলের নির্বাচনি কার্যালয়।

নির্বাচনে নিরাপত্তার প্রশ্ন : গতকাল থেকেই প্রায় পাঁচ লাখ নিরাপত্তা কর্মীদের মোতায়েন করা হয়। প্রায় ৯০ হাজার ভোটকেন্দ্রে বিতরণ করা হয় ব্যালট পেপার। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারসহ নানা ধরনের বিতর্কিত ঘটনায় মোড়া এবারের নির্বাচন। প্রশ্ন উঠছে নির্বাচনি নিরাপত্তা নিয়েও। ভোটের আগে অন্তত দু’জন প্রার্থীকে গুলি করে হত্যা করা হয়। এছাড়াও, দেশজুড়ে একাধিক হামলার ঘটনার কথা জানা গেছে। মঙ্গলবার প্রচারের পালা শেষ হয়ে ভোটগ্রহণ শুরু হবার কথা বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে। ভোটগ্রহণ চলবে বিকাল ৫টা পর্যন্ত।

বিশ্বের পঞ্চম জনবহুল দেশ পাকিস্তানের মোট জনসংখ্যা ২৪ কোটি, যার মধ্যে ১২ কোটি ৮০ লাখ মানুষের ভোটাধিকার রয়েছে। নির্বাচনের ময়দানে আছেন প্রায় ১৮ হাজার প্রার্থী। ২৬৬টি আসনে লড়াই হচ্ছে, আরো ৭০টি আসন নারী ও সংখ্যালঘুর জন্য সংরক্ষিত। এছাড়া, ৭৪৯টি আঞ্চলিক সংসদেরও নির্বাচন অনুষ্ঠিত হবে একই দিনে। সিন্ধ রাজ্যের পুলিশ প্রধান রাফাত মুখতার করাচিতে একটি সংবাদ সম্মেলনে বলেন, ‘সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে।’ সূত্র : এএফপি, রয়টার্স।

মন্তব্য করুন