পর্তুগালে বাংলাদেশ ক্রিকেটার্স এসোসিয়েশনের ‘টি-১৬ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩/২৪ সম্পন্ন

খবর ডেস্ক :
পর্তুগালে প্রবাসী ক্রিকেট প্রেমিকদের নিয়ে গঠিত বাংলাদেশ ক্রিকেটার্স এসোসিয়েশন ইন পর্তুগালের উদ্যোগে তৃতীয়বারের মতো সফলভাবে সম্পন্ন হলো টি-১৬ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩/২৪

এতে চ্যাম্পিয়ন হয় লিসবন সিক্সার্স এবং রানার্সআপ হয় এন আর ইলেভেন ফাইটার্স । লিসবন সিক্সার্স ১৫০ রানের বিশাল ব্যবধানে জয় লাভ করে।লিসবন সিক্সার্স প্রথমে ব্যাট করে ৩১২/৪(১৬) রান তোলে।দলের পক্ষে সর্বোচ্চ ১২২ রান করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন রাফি। জবাবে এন আর ইলেভেন ফাইটার্স ১৫০/৯(১৬) রান করে দলের পক্ষে সর্বোচ্চ রান করেন ফরহাদ ৪৫ রান।

বাংলাদেশ ক্রিকেটার্স এসোসিয়েশনের আহ্বায়ক মো. জাকির হোসাইনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক তানভীর আলম জনির সঞ্চালনায় লিসবনের বেলা ভিস্তা মাঠে ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস লিসবনের মান্যবর রাষ্ট্রদূত জনাব রেজিনা আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম, পর্তুগাল আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. দেলওয়ার হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী এ, কে রাকিব, দূতাবাসের প্রথম সচিব এবং দূতালয় প্রধান মো. আলমগীর হোসেন।

ফাইনাল খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন রফি আহমেদ, ম্যান অব দ্যা টুর্নামেন্ট হন সুমন আহমদ,

ফাইনাল খেলায় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্রিকেটার্স এসিসোয়েশন ইন পর্তুগালের সদস্য সচিব ইমতিয়াজ আহমেদ রানা, পর্তুগাল আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শফিউল আলম শফি, বানিজ্যিক বিষয়ক সম্পাদক ডালিম খান, ব্যবসায়ী সেবুল আহমেদ সহ অন্যান্যরা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- খ.ই. ফাহাদ, জাবেদ মাহমুদ, কাওছার আহমদ, মাসেব আহমেদ, রাসেদ আহমেদ, সুমন ইসলাম, জাকির সহ অন্যান্যরা।

আয়োজক কমিটির মধ্যে উপস্থিত ছিলেন- অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক মতিন চৌধুরী লাভলু, এছাড়া সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নোমান হোসাইন, সাব্বির আহমেদ, জাহিদ হাসান, সৌরভ দেব (পাপ্পু),রনি, ও রিয়াজ।

আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন, ইমতিয়াজ আহমেদ রানা ,আল আমিন হোসাইন।

পুরস্কার বিতরণীতে আমন্ত্রিত অতিথিরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।অতিথিগণ সফল এবং সুন্দরভাবে টুর্নামেন্ট সম্পন্ন করা সহ প্রবাসেও যুব সমাজকে খেলাধুলায় উৎসাহ প্রদান করায় আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

মন্তব্য করুন