পটিয়ায় প্রকাশ্যে কিশোরকে কুপিয়ে হত্যার অভিযোগ

খবর ডেস্ক :
চট্টগ্রামের পটিয়ায় কাঁচাবাজারে প্রকাশ্যে কিশোরকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে আরেক দল কিশোরের বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত হৃদয় বরলিয়া ইউনিয়নের বাবুল চেয়ারম্যানের বাড়ির পাশের গ্রামের বাসিন্দা মোহাম্মদ কবিরের পুত্র।

চট্টগ্রাম নগরী থেকে গ্রামের বাড়িতে আসার পর পরিবারের জন্য কাঁচাবাজার করতে গিয়েছিল রাকিবুল হাসান হৃদয় (২১)। সেখানে সবার সামনেই ৫-৬ জন কিশোর তার হাত ও পায়ের সব রগ কেটে এবং শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করে।

নিহতের মামা মোহাম্মদ হারুন জানান, হৃদয় খুনে তারা ৫-৬ জন অংশ নিয়েছিল। সব কিশোরের হাতে অস্ত্র দেখতে পেয়ে ভয়ে কেউ হৃদয়কে বাঁচাতে এগিয়ে যায়নি। খুনিরা হৃদয়ের মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করেছে। খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে হৃদয়কে উদ্ধার করে বেঁচে আছে মনে করে চমেক হাসপাতালের উদ্দেশে নিয়ে যান।

হৃদয়কে নিয়ে হাসপাতালের পথে থাকা অপর মামা মামুন জানান, হৃদয় আর বেঁচে নেই।

পটিয়া থানার ওসি নেজাম উদ্দিন সাংবাদিকদের জানান, এ বিষয়ে তাদের কেউ খবর দেয়নি। তিনি এ বিষয়ে খবর নিয়ে দ্রুত ব্যবস্থা নেবেন।

মন্তব্য করুন