
মীরসরাই ও চারঘাটে স্বতন্ত্র প্রার্থীর ২ কর্মীকে বেধড়ক মারধর * মৌলভীবাজারে জাতীয় পার্টির প্রার্থীর কার্যালয়ে হামলায় আহত ৫
খবর অনলাইন :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও দলীয় স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ-হামলা, মারধর ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলা হয়েছে জাতীয় পার্টির প্রার্থীর সমর্থকদের ওপরও। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এসব ঘটনায় অন্তত ৩১ জন আহত হয়েছেন। এরমধ্যে বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থীর সমর্থক। চট্টগ্রামের মীরসরাই ও রাজশাহীর চারঘাটে স্বতন্ত্র প্রার্থীর দুই কর্মীকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। অনেক জায়গায় সংঘাত-সহিংসতায় মামলা হয়েছে। পুলিশ একজন যুবলীগ নেতাসহ ৬ জনকে গ্রেফতার করেছে। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খরব-
মীরসরাই (চট্টগ্রাম) : স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিনের সমর্থক দিল মোহাম্মদ অপুকে পিটিয়েছে প্রতিপক্ষ। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার দুপুর ১২টায় উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নে ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। অপু একই ইউনিয়নের মোহাম্মদ জাহাঙ্গীরের ছেলে। গিয়াস উদ্দিনের অভিযোগ নৌকার প্রার্থী মাহবুবুর রহমান রুহেলের সমর্থকরা তার ওপর হামলা করেছে। তিনি বলেন, খৈয়াছড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাবিবের নেতৃত্বে হামলা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন রাবিব।
রাজশাহী, বাঘা ও চারঘাট : রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে বৃহস্পতিবার রাতে স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হকের সমর্থক নাজির হোসেনকে নৌকার কার্যালয়ে নিয়ে লোহার রড ও হাতুড়ি দিয়ে বেধড়ক পেটানো হয়েছে। এ ঘটনায় চারঘাট মডেল থানায় মামলা করেন ভুক্তভোগী নাজিরের বড় ভাই মো. উজির আলী। আসামিরা সবাই নৌকার প্রার্থীর কর্মী। এদের মধ্যে ফয়সাল ও বাপ্পিকে গ্রেফতার করেছে পুলিশ। আসনটিতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এদিকে একই রাতে বাঘার বাউসা ইউনিয়নের ১ নম্বর দিঘা ওয়ার্ডে নৌকার নির্বাচনি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বাগমারা (রাজশাহী) : রাজশাহীর-৪ (বাগমারা) আসনে নৌকার প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হকের ৮ জন সমর্থক আহত হয়েছেন। আহতদের মধ্যে এমপি এনামুল হকের ব্যক্তিগত সহকারী আতাউর রহমান, গোলাম মণ্ডল, আয়ুব আলী, শরিফ উদ্দিন ও রায়হান আলীকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লালমনিরহাট : লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ-সদস্য মোতাহার হোসেনের ব্যক্তিগত সহকারী আবু বক্কর সিদ্দিক শ্যামল ও তার লোকজন স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা ও ভাঙচুর করেছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান প্রধানের বহরে থাকা একটি গাড়ি ও নির্বাচনি অফিস ভাঙচুর করা হয়। বৃহস্পতিবার রাতে হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী মেডিকেল মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার ওই আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটি শ্যামলকে ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছে।
ঝিনাইদহ : স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের সমর্থকদের সঙ্গে নৌকা প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন-ঘোড়মারা গ্রামের আকাশ, শুকুর আলী, মাসুম, আকাশ শেখ, আবিজ লস্কর ও বাজিতপুর গ্রামের একরাম।
কালকিনি (মাদারীপুর) : মাদারীপুর-৩ আসনে বৃহস্পতিবার সন্ধ্যায় স্বতন্ত্র প্রার্থী উপজেলা আ.লীগের সভাপতি তাহমিনা বেগমের মিছিলে ককটেল হামলা হয়েছে। এতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক সাবেক ইউপি চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন গেন্দু কাজীসহ ৬ জন আহত হয়েছেন। আহত গেন্দু কাজী অভিযোগ করেন, আওয়ামী লীগের প্রার্থীর কর্মী ফজলু বেপারীর লোকজন এ হামলা চালিয়েছে। এ ঘটনায় শুক্রবার বিকালে কালকিনি থানায় নৌকার ৫৭ সমর্থকের বিরুদ্ধে মামলা হয়েছে।
মৌলভীবাজার : মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) জাতীয় পার্টির প্রার্থী মো. আলতাফুর রহমানের প্রধান নির্বাচনি কার্যালয়ে হামলা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ১০টায় পৌর শহরের বড়হাটে এ ঘটনা ঘটে। এতে যুব সংহতির জেলা শাখার সভাপতিসহ ৫ জন আহত হয়েছেন। হামলার অভিযোগে বৃহস্পতিবার রাতে আলতাফুর রহমানের স্ত্রী ও জাতীয় মহিলা পার্টি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি শাহজাদী বেগম সদর থানায় মামলা করেছেন। মামলায় ৩ জনের নাম উল্লেখ করে আরও ৮ থেকে ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
কলাপাড়া (পটুয়াখালী) : ডালবুগঞ্জ ইউনিয়নের বরকতিয়া গ্রামে নৌকার প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর ৪ সমর্থক আহত হয়েছেন। আহতরা হলেন-মামুন, হাসান, আবুল হোসেন ও হাফিজুর রহমান। তাদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। পরে মামুনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার বিকালে মহিপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শোয়েব খানের নেতৃত্বে এই হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে শোয়েব অভিযোগ অস্বীকার করেছেন।
পটিয়া (চট্টগ্রাম) : পটিয়ায় হুইপ ও স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর প্রচার গাড়ি বহরে হামলা মামলায় যুবলীগ নেতা জমির উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে তাকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতারের খবরে তার সমর্থকরা উপজেলা পরিষদের সামনে মহাসড়কে ব্যারিকেড দিয়ে প্রতিবাদ জানান। পরে পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
ধামরাই (ঢাকা) : ঢাকা-১৯ আসনে (সাভার-আশুলিয়া) স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ-সদস্য তালুকদার মো. তৌহিদ জং মুরাদের একটি অস্থায়ী নির্বাচনি কার্যালয়ে হামলা, ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় নৌকার দুই সমর্থককে গ্রেফতার করেছে সাভার থানা পুলিশ। তারা হলেন-হকার্স লীগ সাভার শাখার কোষাধ্যক্ষ মো. রিপন মিয়া ও সাভার পৌর হকার্স লীগের সভাপতি নজরুল ইসলাম।
বরিশাল : বরিশাল-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপনের (ট্রাক) কর্মী সমর্থকদের মারধর ও নির্বাচনি কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে নৌকার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। শুক্রবার রাতে প্রার্থী নিজে সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন। এ ব্যাপারে জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগ দেবেন বলে জানান তিনি।
নওগাঁ : নওগাঁ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী খালেকুজ্জামানের নির্বাচনি ক্যাম্প ভাঙচুর, কর্মীদের মারধর ও ভয়ভীতির অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকালে পোরশা উপজেলার তাঁতিপাড়া মোড়ে নির্বাচনি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন তিনি। তিনি জানান, বৃহস্পতিবার রাতে নৌকা প্রার্থীর সমর্থকেরা দুটি ভুটভুটি নিয়ে এসে তার নির্বাচনি কার্যালয়ের বাইরে লাগানো ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলে এবং কার্যালয় ভঙচুর করে। তবে অভিযোগ অস্বীকার করেছে নৌকার প্রার্থীর সমর্থকরা।
ফতুল্লা (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে একতারা মার্কা লিবারেল ইসলামিক জোটের প্রার্থী সেলিম আহমেদ ও তার নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। শুক্রবার সন্ধ্যায় ফতুল্লার কাঠেরপুল এলাকায় প্রার্থী তার দলীয় নেতাকর্মী নিয়ে লিফলেট বিতরণের সময় এ ঘটনা ঘটে। এতে সেলিম আহমেদসহ অন্তত ৬ জন নেতাকর্মী আহত হয়।