
অনলাইন ডেস্ক : নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, মুক্তিযুদ্ধ একান্তই বাংলাদেশের আপামর মানুষের লড়াই। ভারত মুক্তিযুদ্ধের ইতিহাসকে অন্যভাবে দেখতেই পারে, এটা তাদের দৃষ্টিভঙ্গির ব্যাপার। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্তব্যে মুক্তিযোদ্ধারা আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সিলেট মেরিন একাডেমির কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এর আগে, সিলেট মেরিন একাডেমির মাঠে ক্যাডেটদের সালাম গ্রহণ করেন তিনি। এ সময় সিলেট একাডেমিতে নটিক্যাল ও ইঞ্জিনিয়ারিং ক্যাডেটদের গ্রাজুয়েশন প্যারেড অনুষ্ঠিত হয়। এতে সিলেট এডাকেমির কোর্স সম্পন্ন করা ৪১ জন সমুদ্রযোদ্ধা অংশ নেন।
অনুষ্ঠান শেষে ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির টুইট প্রসঙ্গে সাংবাদিকরা উপদেষ্টার কাছে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে বিশ্ববাসী সবকিছুই জানেন, আজকে ৫২ বছর হয়ে গেছে। এই ৯ মাসের যুদ্ধ কিন্তু বাংলাদেশের যুদ্ধ। আমি মনে করি, এটা আমাদের যুদ্ধ আমাদেরই প্রাণহানি হয়েছে, আমাদের মা-বোনদের সম্ভ্রমহানি হয়েছে এবং ৯ মাস আমাদের দেশ বড় ধরনের রক্তপাতের মধ্যে ছিল।
সাখাওয়াত হোসেন বলেন, আমাদের যুদ্ধটি আমরা শুরু করেছিলাম, আমরাই সমাপ্ত করেছি। সেখানে ভারতের সহযোগিতা ছিল, তাতে কোনও সন্দেহ নেই। আমরা সেটাও স্মরণ করি এবং সব সময় স্মরণ রাখবো বন্ধুপ্রতিম দেশ হিসেবে। ওটা যদি ওনারা অন্যভাবে দেখেন, সেটা ওনাদের ব্যাপার। কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ বিশ্বের শ্রেষ্ঠ ঘটনা, যা ঘটেছে বিশ্ব ইতিহাসে আছে।’
নির্বাচনের তারিখ নিয়ে তিনি বলেন, যখন আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন নিশ্চয়ই সুনির্দিষ্ট একটা রোডম্যাপ হবে। সংস্কারগুলো শেষ হবে আশা করি। সেগুলো আমরা দেখবো। এখনও শেষ হয়নি। অবশ্যই তার (প্রধান উপদেষ্টা) মাথায় নির্বাচন কখন হবে, কীভাবে হবে, কী সংস্কারের পরে হবে সেগুলো আছে। সময়মতো সব জানতে পারবেন।ই