নির্বাচনের দিন লোভ সামলাতে পারলেন না অপু

খবর ডেস্ক :
অপু
দেশের প্রথম ১২ লেনের নান্দনিক ৩০০ ফিট মহাসড়ক। রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট সড়কটি কুড়িল থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত বিস্তৃত। দ্বাদশ সংসদ নির্বাচনে সারা দেশে ছিল সাধারণ ছুটি। ভোট দেওয়ার পাশাপাশি চিত্রনায়িকা অপু বিশ্বাস ছুটিটাকে আনন্দময় করে তুললেন। ভোট দিয়েই ঘুরতে চলে যান ৩০০ ফিটে।

অপু ঢাকার বাড্ডা এলাকার বাসিন্দা। এলাকাটি ঢাকা-১১ আসনে অন্তর্ভুক্ত। ফলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন সকালেই ছুটে যান ভোটকেন্দ্রে। সেখানে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েই এই নায়িকা চলে যান পূর্বাচল ৩০০ ফিট সড়কে।

সেখানকার কিছু ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন- ‘এই জায়গার লোভ আমিও সামলাতে পারলাম না।’ বোঝাই যাচ্ছে, স্রোতেই গা ভাসালেন অপু। বাকিরাও গিয়ে যেখানে ছবি তুলছেন, নায়িকাও সেখানে দাঁড়িয়েই একাধিক ছবি তুলেছেন।

নির্বাচনে নৌকার প্রচারণায় অংশ নিতে দেখা গেছে তাকে। বিশেষ করে ঢাকা-১০ আসনে চিত্রনায়ক ফেরদৌসের পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন তিনি।

মন্তব্য করুন