নানা অভিযোগে ৪ জেলার এসপিকে পুলিশ সদর দফতরে সংযুক্ত

নিজস্ব প্রতিনিধি : নানা অভিযোগের প্রেক্ষিতে চার জেলার পুলিশ সুপারকে (এসপি) পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়েছে। জেলাগুলো হলো- চট্টগ্রাম, সুনামগঞ্জ, নীলফামারী ও যশোর। ১৭ ফেব্রুয়ারি, সোমবার পুলিশ সদর দপ্তরের পৃথক আদেশে তাদেরকে সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

৪ এসপিকে বদলির আদেশে বলা হয়েছে, জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্ব হস্তান্তর করে মঙ্গলবার পুলিশ সদরদপ্তরে রিপোর্ট করবেন। বদলি কর্মকর্তারা হলেন-নীলফামারীর পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, যশোরের পুলিশ সুপার জিয়া উদ্দিন আহম্মেদ, সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান এবং কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।

পুলিশ সদর দফতরের একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে, ওই ৪ এসপির মধ্যে ১জনের বিরুদ্ধে ইয়াবার চালান বিক্রি করে কোটি টাকা হাতিয়ে নেয়া, ১জনের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা নেয়া এবং অপর দু’জনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করাসহ অনৈতিক কাজ করার অভিযোগ রয়েছে। যা তদন্ত করছে পুলিশ সদর দফতর।ই

মন্তব্য করুন