
খবর ডেস্ক:
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই ভাইসহ নিহত ৩
নাটোরের সিংড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই ভাইসহ ৩ জন নিহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার বামিহাল দুর্গাপুর বাজারে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ইমরান হোসেন (১৯) ও রাব্বী হোসেন (১৫) নামে দুই সহোদর ভাই এবং অপরজন হলেন হুসনেয়ারা বেগম (৩৮)। নিহতরা সবাই সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের বনকুড়াইল ভবানীপাড়ার বাসিন্দা।
এই ঘটনায় নিহত হুসনেয়ারা বেগমের ছেলে অটোভ্যান চালক মো. হাবীব (১৫) গুরুত্বর আহত হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সিংড়ার ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা, সহকারী পুলিশ সুপার সিংড়া সার্কেল আকতারুজ্জামান, ওসি আবুল কালাম, সুকাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন প্রমুখ।
সিংড়া থানার ওসি আবুল কালাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে।