নববর্ষের রাতেই সাতকানিয়ায় সিএনজি গাড়ী চুরি

নিজস্ব প্রতিনিধি : নববর্ষের রাতেই গাড়ি চুরির অভিযোগ উঠে। চট্টগ্রাম সাতকানিয়া ছদাহা ইউনিয়নের ৬ নং ওয়াড এলাকায় এঘটনা ঘটে। সূত্রে, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক পোনে তিনটার দিকে ছদাহা ফকির পাড়া ড্রাইভার হাসন আলীর বাড়ীর উঠান থেকে সিএনজিটি চুরি হয়। উক্ত বিষয়ে গাড়ীর মালিক হাসান আলী বাদী হয়ে সাতকানিয়া থানা বরাবর একটি গাড়ী চুরির অভিযোগ করেন।
অভিযোগে উল্লেখ করে, আমি সিএনজি গাড়ি চালাইয়া জীবিকা নির্বাহ করি, যাহার ইঞ্জিন নং: ০৪৫১২, চেচিস নং: ১৭৮২১। প্রতিদিনের ন্যায় গত ৩০/১২/২০২৪খ্রি. রাত অনুমান ১১:০০ ঘটিকার সময় আমি উক্ত সিএনজি গাড়ী চালাইয়া আমার বসত ঘর সংলগ্ন উঠানে রাখি। অদ্য ৩১/১২/২০২৪খ্রি. রাত অনুমান ০৩:০০ ঘটিকার সময় আমার ছেলে মোহাম্মদ সাকিব (১৮) বসত ঘরের জানালা হইতে দেখিতে পায় গাড়ীটি আছে।
ভোর অনুমান ০৬:০০ ঘটিকার সময় আমি ঘুম থেকে জাগ্রত হইয়া আমার সিএনজি গাড়িটি দেখিতে না পাইলে, আমার পরিবারের সদস্যদের ও আশ পাশের লোকজনদের বিষয়টি অবহিত করি। বিভিন্ন স্থানে আমার সিএনজি গাড়িটি খোঁজাখুঁজি করিয়া কোথাও না পাওয়াতে উক্ত ঘটনার বিষয়ে আমি আমার আত্মীয় স্বজন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করি। গাড়ীর মালিক হাসান আলী বলেন, তিনি সিএনজি চালিত অটোরিকশাটি ঋণ করে কিনেছেন। এখনও ঋণের কিস্তি শেষ হয়নি। তিনি ধারণা রাত সাড়ে তিনটার দিকে গাড়ীটি চুরি হয়েছে। গাড়ী না দেখে হাহুতাশ করতে থাকেন তিনি। তিনি বলেন, আমার আর চলার মতো কোন উপায় নেই।
এই বিষয়ে সাতকানিয়া থানার অফিস এস আই ইদ্রিস অভিযোগ শিকার করে সাংবাদিকদের বলেন, আমি ঘটনা তদন্ত করেছি হাতে কিছু ডকুমেন্টস আসলে বিস্তারিত জানতে পারব।

মন্তব্য করুন