নগরীতে অপরাধী চক্রের ৫ সদস্য গ্রেফতার, ৬ চোরাই মোটরসাইকেল উদ্ধার

খবর ডেস্ক :
চট্টগ্রাম নগরীতে পুলিশের বিশেষ অভিযানে ৬টি চোরাই মোটরসাইকেলসহ চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে চকবাজার থানা পুলিশ। এরা হলো- মোঃ নুর উদ্দিন সেলিম (২২), মোঃ আবুল হোসেন অনিক (২৪), মোঃ নাসির উদ্দিন (৩৬), মোঃ তৈয়ব রায়হান প্রকাশ তপু (৩০) ও মোঃ নজরুল ইসলাম (৩২)।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) থানা সূত্রে নিশ্চিত করা হয়, চোরাই মোটরসাইকেলসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোঃ নুর উদ্দিন সেলিম চট্টগ্রাম সীতাকুণ্ড থানা এলাকার মোঃ হাসানের ছেলে, মোঃ আবুল হোসেন অনিক একই থানাধীন মোঃ আবুল কাশেমের ছেলে, মোঃ নাসির উদ্দিন চট্টগ্রাম হাটহাজারী থানার মৃত জানে আলমের ছেলে, মোঃ তৈয়ব রায়হান প্রকাশ তপু চট্টগ্রাম ফটিকছড়ি থানার এলাকার মোঃ নুরুল ইসলামের ছেলে ও মোঃ নজরুল ইসলাম কর্ণফুলী থানা এলাকার মৃত মোঃ ইউসুফের ছেলে।

চকবাজার থানা ওসি ওয়ালি উদ্দিন সাংবাদিকদের বলেন, ধৃত আসামীগণ দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগরসহ দেশের বিভিন্ন স্থানে চোরদের নিকট থেকে চোরাই মোটরসাইকেল সংগ্রহ/ক্রয় করে পরস্পর যোগসাজশে বিভিন্ন লোকজনের নিকট বিক্রি করে আসছিল। অভ্যাসগতভাবে তারা চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত মর্মে প্রাথমিকভাবে জানা যায়।

আসামিদের বিরুদ্ধে রুজুকৃত নিয়মিত মামলায় বৃহ্স্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন