দ্বিতীয়বার ঘর বাঁধেননি যেসব নায়িকারা

ডেস্ক : বড় আর ছোটপর্দায় অভিনয়ে এসে অনেক নায়িকা একসময় প্রেম তারপর বিয়ের আসরে বসেন। অনেকে আবার পারিবারিকভাবেও বিয়ের বন্ধনে নিজেকে বাঁধেন। অনেকের কোলজুড়ে সন্তানও আসে। কিন্তু একসময় নানা কারণে দাম্পত্য সম্পর্কের ইতি টানেন তারা এবং আর বিয়ে করেননি।

এমন কয়েকজন নায়িকার কথা তুলে ধরেছেন-আলাউদ্দীন মাজিদ

অভিনেত্রী ববিতা পারিবারিকভাবে বিয়ে করেছিলেন ব্যবসায়ী ইফতেখার চৌধুরীকে। সেই বিয়ে টিকেছিল মাত্র দুই বছর। এই দম্পতির একমাত্র ছেলে অনীককে নিয়ে ববিতা এখন একাই আছেন। ছেলে থাকেন কানাডাতে।

এরপর আর বিয়ে করেননি ববিতা। বর্তমানে অভিনয়ে নেই ববিতা। সন্তানের কাছে কানাডায় থাকেন বেশির ভাগ সময়।

অঞ্জু ঘোষ

অঞ্জু ঘোষ চলচ্চিত্র জগতে পা রাখেন ১৯৮২ সালে।

তাকে বড় পর্দায় আনেন নির্মাতা এফ কবির চৌধুরী। একসময় দুজনের মধ্যে ঘনিষ্ঠতা ও প্রেম। একপর্যায়ে এফ কবির চৌধুরীকে বিয়েও করেন অঞ্জু। তবে সেই বিয়ে টিকেনি। বিবাহ বিচ্ছেদের পর আর বিয়ে করেননি অঞ্জু।
যদিও কলকাতার যাত্রাপালার এক শিল্পীকে তিনি আবার বিয়ে করেছিলেন বলে গুঞ্জন চাউর হয়েছিল কিন্তু এই নায়িকা সে কথা অস্বীকার করেন। দীর্ঘদিন ধরে কলকাতায় প্রবাস জীবনযাপন করছেন অঞ্জু ঘোষ।


জয়া আহসান

অভিনেত্রী জয়ার স্বামী ছিলেন মডেল-অভিনেতা মোহাম্মদ ফয়সাল আহসান উল্লাহ্। ফয়সালকে ভালোবেসে বিয়ে করেছিলেন জয়া। এরপর দুজনে সংসার করেন দীর্ঘ ১৩ বছর। তারপর বিবাহবিচ্ছেদ ঘটে তাদের। ২০১১ সালে পাকাপাকিভাবে আলাদা হয়ে যান জয়া ও ফয়সাল। জয়া আর বিয়ে করেননি। দুই বাংলায় অভিনয় নিয়েই ব্যস্ত রয়েছেন তিনি।


জয়া আহসান

কলকাতার নায়িকা জয়শ্রী রায়কে ঢাকার চলচ্চিত্রে নিয়ে আসেন নির্মাতা আলমগীর কবির, তার ‘সূর্য কন্যা’ ছবিতে অভিনয় করান তাকে। কাজ করতে গিয়ে একে অপরের প্রেমে পড়েন। জয়শ্রীকে বিয়েও করেন। কিন্তু তার সংসার টিকেনি বেশি দিন। বিবাহ বিচ্ছেদের পর ১৯৮৯ সালে সন্তান লেনিন সৌরভ কবিরকে নিয়ে জয়শ্রী চলে যান লন্ডনে। সেখানে শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত হন।


শাবনূর

২০১২ সালে সহশিল্পী অনীককে ভালোবেসে বিয়ে করেন নায়িকা শাবনূর। তাদের ঘরে আইজেন নামে একটি পুত্রসন্তানও রয়েছে। দাম্পত্য জীবনে বনিবনা না হওয়ার অভিযোগ এনে শাবনূর ২০২০ সালের জানুয়ারিতে ডিভোর্স দেন স্বামী অনীককে। এখন শাবনূর অস্ট্রেলিয়া প্রবাসী। আর বিয়ে করেননি তিনি। ব্যবসাবাণিজ্য আর পুত্রের দেখাশোনা নিয়েই ব্যস্ত রয়েছেন শাবনূর। মাঝেমধ্যে দেশে এলেও অভিনয় থেকে দূরে রয়েছেন তিনি।


আফসানা মিমি

অভিনেত্রী আফসানা মিমি ব্যতিক্রমী নামের একটি নাট্য দলে কাজ করার সময় তার সঙ্গে নাট্যরচয়িতা, পরিচালক এবং অভিনেতা গাজী রাকায়েতের পরিচয় হয়। পরবর্তীতে দুজন একসঙ্গে চলে আসেন নাগরিক নাট্য সম্প্রদায়ে। একসময় সখ্য গড়ে ওঠে তাদের মধ্যে। তারপর প্রেম-বিয়ে। কিন্তু বেশি দিন স্থায়ী হয়নি তাদের সম্পর্ক। ১৯৯৬ সালে সে সংসার ভেঙে যায়। তারপর আফসানা মিমি আর বিয়ে করেননি।


অপু বিশ্বাস

চিত্রনায়ক শাকিব খানকে ভালোবেসে ২০০৮ সালে গোপন বিয়ে করেন নায়িকা অপু বিশ্বাস। ২০১৭ সালে নিউজ টোয়েন্টিফোর টিভি চ্যানেলের লাইভে এসে শাকিবের সঙ্গে অপু তার গোপন বিয়ে ও সন্তান জন্মের খবর ফাঁস করে দেন। আর এতে ক্ষিপ্ত হয়ে শাকিব ডিভোর্স দেন অপুকে। এরপর আর বিয়ে করেননি অপু বিশ্বাস।


নিপুণ আক্তার

ভার্সিটিতে পড়া অবস্থায় পারিবারিকভাবেই বিয়ে হয় নায়িকা নিপুণ আক্তারের। স্বামী সাজ্জাদ হোসেন অপু। তবে শেষ পর্যন্ত আর একসঙ্গে থাকা হয়নি তাদের। বিচ্ছেদের পর মেয়ে তানিশাকে নিয়েই রয়েছেন তিনি। তার মেয়ে দেশের বাইরে পড়াশোনা করছেন। নিপুণের টিউলিপ ফ্যাশন ও টিউলিপ নেইলস অ্যান্ড স্পা নামের দুটি প্রতিষ্ঠান রয়েছে। পাশাপাশি অভিনয়ও করেন। এই নায়িকাও আর বিয়ে করেননি।


সোহানা সাবা

অভিনেত্রী সোহানা সাবার সঙ্গে বিয়ে হয়েছিল নির্মাতা মুরাদ পারভেজের। এটি ছিল প্রেমের বিয়ে। তবে সেই বিয়ে বেশি দিন টেকেনি।

ছেলে স্বরবর্ণের জন্মের ১৭ মাস পরই তারা আলাদা হয়ে যান। এখন ছেলে মায়ের সঙ্গেই থাকে। সাবা আর বিয়ে করেননি।


ইপসিতা শ্রাবন্তী

শ্রাবন্তী অসংখ্য বিজ্ঞাপন ও নাটকে অভিনয় করেছেন। একসময় প্রেম করে বিয়ে করেন ব্যবসায়ী খোরশেদ আলমকে। বনিবনা না হওয়ায় ২০১৮ সালে শ্রাবন্তীকে তালাক দেন তার স্বামী। দুই মেয়ে রাবিয়াহ আলম ও আরিশা আলমকে নিয়ে শ্রাবন্তী এখন বসবাস করছেন যুক্তরাষ্ট্রে। আর বিয়ের পথে পা বাড়াননি শ্রাবন্তী।


নোভা

মডেল, উপস্থাপক ও অভিনয় শিল্পী নোভা। ভালোবেসে নাট্যনির্মাতা রায়হান খানকে ২০১১ সালে বিয়ে করেন। ২০১৩ সালের ২৮ জুলাই পুত্রসন্তান রাফাজ রায়হানের মা হন। কিছুদিন সংসার করার পর বিবাহবিচ্ছেদ হয় তার। এরপর আর বিয়ে করেননি নোভা।বা:প্র।

মন্তব্য করুন