
নয়টি স্টেশন চালু না করেই বাণিজ্যিকভাবে যাত্রা
খবর ডেস্ক :
দক্ষিণ চট্টগ্রামের দোহাজারী হতে কক্সবাজারের নবনির্মিত রেললাইন গত ১১ নভেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু বাণিজ্যিকভাবে চালু হতে যাচ্ছে আগামী ১ ডিসেম্বর ২০২৩। ঢাকা টু কক্সবাজার যাবে কোরিয়া থেকে আমদানিকৃত কক্সবাজার এক্সপ্রেস নামে একটি ট্রেন। প্রথম বাণিজ্যিকভাবে ঢাকা-চট্টগ্রাম হয়ে সরাসরি কক্সবাজার। ঢাকা হতে চট্টগ্রাম স্টেশনে থামলেও দোহাজারী হতে কক্সবাজার পর্যন্ত নয়টি স্টেশনের মধ্যে মাঝপথে কোনো স্টেশনে থামবে না। সরাসরি কক্সবাজার স্টেশনে যাবে। কারণ সব কটি স্টেশনের কাজ এখনো পরিপূর্ণ শেষ হয়নি। ফলে বহু আকাঙিক্ষত স্বপ্নের ট্রেনভ্রমণ হতে সাময়িক বঞ্চিত হচ্ছেন মাঝ পথের স্টেশনের মানুষগুলো।
সরেজমিনে নির্মাতা প্রতিষ্ঠান ‘তমা’র দুই কর্মচারী শাকিল আহমদ ও মোহাম্মদ ইমরানের সাথে কথা হলে জানা যায়, স্টেশনের কাজ শেষ হতে ৭-৮ মাস লাগতে পারে। লোহাগাড়া স্টেশনের কাজ মাঝখানে বন্ধ থাকায় একটু পিছিয়ে আছে। রেল স্টেশনের কাজ কবে শেষ হবে ও বাণিজ্যিক ট্রেন প্রতিটি স্টেশনে থামবে কিনা এ প্রসঙ্গে তমা নির্মাতা প্রতিষ্ঠানের ডিপিএম শাহজাহান বলেন, আমাদের ২০২৪ সালের জুন পর্যন্ত সময় আছে, আশা করি সব স্টেশনের কাজ ১-২ মাসের মধ্যে শেষ হয়ে যাবে। ট্রেন থামার বিষয়টা রেলওয়ে কর্তৃপক্ষ জানবে।
এ ব্যাপারে দোহাজারী-কক্সবাজার রেলওয়ে কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিনিয়ার মইনুদ্দিন জানান, ১ ডিসেম্বর হতে কক্সবাজার এক্সপ্রেস নামে প্রথম যাত্রীবাহী ট্রেন ঢাকা থেকে রাত সাড়ে দশটায় ছেড়ে চট্টগ্রাম থামবে এবং চট্টগ্রাম থেকে সরাসরি কক্সবাজার স্টেশনে গিয়ে থামবে। মাঝ পথের কোন স্টেশনে থামবে না এবং একই ট্রেন কক্সবাজার থেকে দুপুর সাড়ে ১২ টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।
উল্লেখ্য, স্বপ্নের এই রেলপথ নিয়মিত চালুর ফলে সড়ক পথে হয়রানি, ভোগান্তি এবং ক্লান্তিকর যাত্রায় আসবে স্বস্তি। ট্রেন ভ্রমণ হবে আনন্দ ও স্বাচ্ছন্দের এবং চট্টগ্রাম-কক্সবাজার এই অঞ্চলের সার্বিক অর্থনৈতিক কর্মকান্ডে নতুন গতির প্রসার ঘটবে। সুযোগ সৃষ্টি হবে বহুমাত্রিক উন্নয়ন, বিনিয়োগ ও কর্মসংস্থানের। ঢল নামবে দেশি-বিদেশি পর্যটকের।