দেড় কোটি পরিবারকে সরকারের ত্রাণ সহায়তা।
1 min read
দেড় কোটি পরিবারকে সরকারের ত্রাণ সহায়তা। প্রাণঘাতী মহামারি করোনা ভাইরাসে দুর্যোগে দেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে।
গত ৫ জুন পর্যন্ত সারাদেশে প্রায় এক কোটি পঞ্চাশ লাখ পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার।
শনিবার এক তথ্য বিবরণীতে বলা হয় যে, বাংলাদেশের ৬৪ জেলার জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী গত শুক্রবার পর্যন্ত সারা দেশে চাল বরাদ্দ দেয়া হয়েছে প্রায় ২ লাখ ১ হাজার ৪১৭ মেট্রিক টন চাল।
বিতরণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৮৯৮ মেট্রিক টন চাল।
এতে উপকার ভোগী পরিবার সংখ্যা প্রায় ১ কোটি ৪৫ লাখ ৭ হাজার ৯৮৫ টি পরিবার।
উপকার ভোগী লোক সংখ্যা প্রায় ৬ কোটি ৪৪ লাখ ৬৭ হাজার ৬৩৩ জন সারা বাংলাদেশে।
পড়ুনঃ আমাদের খবর- শুধু ঢাকাতেই করোনায় আক্রান্ত সাড়ে ৭ লাখের বেশি।
নগদ বরাদ্দ দেয়া হয়েছে ১১৬ কোটিরও বেশি টাকা।
সাধারণ ত্রাণবাবদ নগদ বরাদ্দ দেয়া হয়েছে ৯১ কোটি ১৩ লাখ ৭২ হাজার ২৬৪ টাকা।
বিতরণ করা হয়েছে ৭৬ কোটি ৩৭ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকা।
এতে উপকার ভোগী পরিবার সংখ্যা প্রায় ৮৬ লাখ ৫০ হাজার ৪৪৯ জন।
মোট উপকার ভোগী লোক সংখ্যা প্রায় ৩ কোটি ৮৬ লাখ ৫৭ হাজার ৮১৪ জন।
আরো পড়ুনঃ শাস্তি পেলেন মাহমুদউল্লাহ রিয়াদ।
শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ দেয়া হয়েছে ২৫ কোটি ৫৪ লাখ টাকা।
এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ২০ কোটি ৫৪ লাখ ২৫ হাজার ৬৬৭ টাকা।
এতে উপকার ভোগী পরিবার সংখ্যা ৬ লাখ ৫০ হাজার ৫০৯ টি। এবং উপকার ভোগী লোক সংখ্যা ১৩ লাখ ৬১ হাজার ৮৭৯ জন।