
নিজস্ব প্রতিনিধি : দুর্বৃত্তদের ছুরিকাঘাতে উত্তরা ১ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি প্রার্থী মোঃ আকরাম হোসেন আকিব গুরুতর আহত হয়েছে।আকিব গ্রীন ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের ছাত্র।
জানা যায়, ১০ সেপ্টেম্বর রাত ১০.৫০ মিনিটের সময় উত্তরা ৭ নং সেক্টর ১ নং রোডের টেস্টি ট্রিট বেকারিতে জন্মদিনের কেক কিনতে গেলে কয়েকজন দুর্বৃত্ত তার উপর হামলা চালায়। এ সময় তারা তার বুকের উপর ধারালো ছুরি দিয়ে ফার মারে। এতে তার বুকের চামড়া ও মাংস কেটে গেলে রক্তক্ষরণে সে গুরুতর আহত।
আকিবের ডাক চিৎকারে পথচারীরা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পথচারীদের সহায়তায় তাকে রেডক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে নিবিড় নজরদারিতে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। পথচারীরা বলেন, প্রকাশ্যে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর উপর নির্মম হামলা মেনে নেয়া যায় না। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।
ফ্যাসিস্ট হাসিনার আমলে গণতন্ত্রের প্রতিষ্ঠাতা আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া মুক্তির দাবিতে রাজপথে ভেনার হাতে দাঁড়িয়েছিলেন আকিব। এর ফলে আওয়ামী লীগ সরকারের আমলে কয়েকবার কারাগারে যেতে হয়েছিলো তাকে। আওয়ামী আমলে বেগম খালেদা জিয়ার যখন জেল হাজতে বন্দি ছিলো ভয়ে অনেকেই ঘর থেকে বের হয়নি। তখন ও গ্রেফতারের তোয়াক্কা না করে সিনিয়র সহপাঠীদের সাথে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে নিঃশর্তে মুক্তির দাবি জানিয়ে রাজ পথে ব্যানার হাতে দাঁড়িয়ে ছিলেন এই সেই ছোট্র আকিব।
আন্দোলন সংগ্রামের অগ্রগামী আকরামকে দুর্বৃত্তরা ছুরিকাঘাতে আহত করায় উত্তরার ছাত্র সমাজে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ বিষয় উত্তরা পশ্চিম থানা ছাত্র দলের প্রতিষ্ঠাতা সভাপতি সামছুল আলম সোয়েব সাংবাদিকদের বলেন, উত্তরার ব্যস্ততম ও জনবহুল সড়কে এভাবে মানুষের সামনে দুর্বৃত্তরা আকিবকে শুধু ছুরিকাঘাত করেনি, তারা আমাদের ছাত্র সমাজের গায়ে আঁতাত করেছে। তিনি আরো বলেন, আকিবের অবস্থা গুরুতর, তার বুকের ১০/১২টি সেলাই লেগেছে। তিনি অপরাধীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এ বিষয়ে, উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লা বলেন,বিষয়টি আমরা অবগত হয়েছি। এখনও পর্যন্ত আকিবের পক্ষে কেউ অভিযোগ করেন নি। ওসি বলেন, অভিযোগ পেলে আমরা মামলা নিবো এবং অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ।ই