দুপুরে ট্রাইব্যুনালের মূল ভবন উদ্বোধন করবেন প্রধান বিচারপতি

অনলাইন ডেস্ক : আজ জুলাই-আগস্ট গণহত্যার বিচারের জন্য সংস্কার করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবন ও এজলাস কক্ষ উদ্বোধন করা হবে।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর আড়াইটায় ট্রাইব্যুনালের সংস্কার করা ভবন ও এজলাস উদ্বোধন করবেন।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান জানান, জুলাই-আগস্ট গণহত্যার বিচারের জন্য সংস্কার করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবন ও এজলাস কক্ষ আজ উদ্বোধন হবে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ এ ভবন উদ্বোধন করবেন।

জুলাই-আগস্ট গণহত্যার বিচারের জন্য নতুন করে সেজেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। উদ্বোধনের পর দৃষ্টিনন্দন এই ভবনে চলবে জুলাই-আগস্টে সংঘটিত নজিরবিহীন গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারকাজ।ই

মন্তব্য করুন