থিয়াগো সিলভা পিএসজি ছেড়ে চেলসিতে।
1 min read
থিয়াগো সিলভা পিএসজি ছেড়ে চেলসিতে। ফুটবল বিশ্বে চলছে তোলপাড় তার মধ্যে ফুটবল তারকা থিয়াগো সিলভা পিএসজি ছেড়ে চেলসিতে। ২০১৯-২০ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে আশা জাগানিয়া পারফরম্যান্স করেছে চেলসি। ধারাবাহিকতা ধরে রাখতে নতুন মৌসুমে একের পর এক বড় তারকা দলে ভেড়াচ্ছে ক্লাবটি। তাদের সবশেষ সংযোজন হলো ব্রাজিল জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক খ্যাতিমান ফুটবল তারকা থিয়াগো সিলভা।
ফ্রান্সের শীর্ষ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) থেকে এক বছরের জন্য এ সেন্ট্রাল ডিফেন্ডারকে দলে ভিড়িয়েছে চেলসি। গত রোববার উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনালের পরই পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে এই খ্যাতিমান ফুটবল তারকা সিলভার। তাই চেলসিতে যোগ দিতে কোনো প্রকার ঝামেলাই হয়নি থিয়াগো সিলভার।
ফ্লুমিনেস, এসি মিলান, পিএসজি হয়ে চেলসিতে নাম লিখিয়ে নতুন চ্যালেঞ্জে মাঠে নামতে মুখিয়ে রয়েছে ফুটবল তারকা সিলভা।
ক্লাবে যোগ দিয়ে তিনি বলেছেন, ‘চেলসিতে যোগ দিয়ে আমি খুব খুশি এবয় গর্বিত।
আগামী মৌসুমের জন্য ফ্র্যাঙ্ক ল্যামপার্ডের এই স্কোয়াডের অংশ হতে পেরে আমি খুবই আনন্দিত।
আমি এখানে এসেছি শিরোপা জিতার লড়ায়ে। খুব শিগগিরই ফুটবল মাঠে নামতে চাই।’
চেলসির পরিচালক মারিয়া গ্রানোভাসকায়া বলেছেন, ‘থিয়াগো সিলভার মতো প্রমাণিত আন্তর্জাতিক তারকা দলে নিতে পেরে আমরা উদ্বেলিত।
অনেক বছর ধরে উচ্চ পর্যায়ে পারফর্ম করে চলেছে খ্যাতিমান তারকা সিলভা।
কোনো সন্দেহ নেই এই ফুটবল তারকার অভিজ্ঞতা এবং সামর্থ্য আমাদের ক্লাবের অন্যান্য তরুণদেরও সাহায্য করবে বিশ্বাস।
আশা করি নিজের ও ক্লাবের শিরোপা সংখ্যা বাড়াতে পারবেন এই তারকা সিলভা।
আরো পড়ুনঃ আমাদের খবর।