তাহসান বিয়ের পিঁড়িতে বসছেন
1 min read
তাহসান রহমান খান আবারো বিয়ের পিঁড়িতে বসছেন মিথিলার সাবেক স্বামী তাহসান খান।
বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমের সূত্র উল্লেখ করে ‘আনন্দবাজার’ পত্রিকায় তাহসান বিয়ের পিঁড়িতে বসছেন শিরোনামে খবর প্রকাশ করে।
সম্প্রতি তাহসানের ‘আনমনে’ শিরোনামের একটি গান প্রকাশিত হয়। গানটির প্রকাশনা অনুষ্ঠানের এক ফাঁকে- জীবনটাকে নতুন করে সাজানোর ইচ্ছে আছে কিনা?
সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তাহসান বলেন, অবশ্যই, জীবন সাজাতে হবে।
তবে এটা সৃষ্টিকর্তাই ঠিক করবেন। আর পরিবারের চাপ আছে।
বাবা-মা অনেকদিন ধরেই বিয়ের জন্য প্রেশার দিচ্ছেন।
আমি বলেছি, তোমাদের দেখার কাজ, তোমরা পাত্রী দেখো।
২০০৬ সালের ৬ আগস্ট বিয়ে করেন তারা। তারপর থেকে সুখে শান্তিতেই বসবাস করে আসছিলেন।
তাদের কোলজুরে আসে এক কন্যাসন্তান।
তার নাম আইরা তাহরিম খান। দীর্ঘ ১১ বছর মিথিলার সঙ্গে সংসারের পর ভক্তদের মন খারাপ করে ২০১৭ সালের ২০ জুলাই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা দেন দুই তারকা।
এরপর ২০১৯-এর ডিসেম্বরে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে বিয়ে করেন মিথিলা।
বিয়ের কিছুদিন পরই তাহসানের বিয়ের গুঞ্জন ওঠে।
শোনা যাচ্ছে, মিথিলার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর আবারও নতুন করে সংসার গড়তে চলছেন তাহসান।
বাংলাদেশের বেশকিছু গণমাধ্যমে তাহসান আবারও বিয়ে করছেন বলে খবর প্রকাশ হয়েছে। কাকে বিয়ে করছেন তাহসান? সম্প্রতি কয়েকটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করে, ঢাকার বনানী অঞ্চলের একটি রেস্তোরাঁয় এক সংবাদ পাঠিকার সঙ্গে সময় কাটাতে দেখা যায় তাহসানকে। অনেকেই বলছেন, ওই নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তাহসান।
শুধু দেশেই নয়, এবার দেশ ছাড়িয়ে বিদেশি পত্রিকায়ও দেখা যাচ্ছে তাহসানের বিয়ের গুঞ্জনের খবর। বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমের সূত্র উল্লেখ করে ‘আনন্দবাজার’ পত্রিকা ‘বিয়ে করছেন মিথিলার প্রাক্তন স্বামী তাহসান’ শিরোনামে খবর প্রকাশ করে।
এখনও তাহসান বিয়ের বিষয়ে মুখ খোলেননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাহসান বলেছিলেন, ‘নিজের ব্যক্তি জীবনের কোনো কিছু তিনি মিডিয়ার সঙ্গে শেয়ার করতে চান না।