
নিজস্ব প্রতিনিধি : আত্মসমর্পণ করে আপিলের শর্তে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা: জোবায়দা রহমানের কারাদণ্ড স্থগিত করেছে সরকার।
গতকাল বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। উপ-সচিব মোহাম্মদ আবু সাঈদ মোল্লা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ডা. জোবায়দা রহমানের সাজা স্থগিতের বিষয়ে দাখিল করা আবেদন এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের মতামতের আলোকে দ্য কোড অব ক্রিমিনাল প্রসিজিউর (অ্যাক্ট নং-৫ অব ১৮৯৮)-এর ধারা ৪০১ (১) এ প্রদত্ত ক্ষমতাবলে আদালতে আত্মসমর্পণ করে আপিল দায়েরের শর্তে এক বছরের জন্য রাষ্ট্রপতির আদেশক্রমে সাজা স্থগিত করা হলো।
২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর দুদকের উপ-পরিচালক মোহাম্মদ জহিরুল হুদা বাদী হয়ে রাজধানীর কাফরুল থানায় তারেক রহমান, তার স্ত্রী ডা: জোবায়দা রহমান ও তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে মামলা করেন।
এ মামলায় ২০২৩ সালে ২ আগস্ট ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালত ও মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো: আছাদুজ্জামান তারেক রহমানকে ৯ বছর ও জোবায়দা রহমানকে ৩ বছর কারাদণ্ড দেয়। উল্লেখ্য, তারেক রহমান বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করলেও রাজনীতির সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই তার স্ত্রী ডা: জোবায়দার রহমানের। কিন্তু চরম প্রতিশোধপরায়ণ শেখ হাসিনা দুদককে দিয়ে তার বিরুদ্ধেও মামলা করে।ই