
নিজস্ব প্রতিনিধি : মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে রাজধানীর মোহাম্মদপুরে ২ যুবক খুন হয়েছেন। এর মধ্যে গত বুধবার রাতে জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসায়ী দু’পক্ষের বন্দুকযুদ্ধের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন শাহনেওয়াজ ওরফে কাল্লু নামে যুবক। এছাড়া গতকাল বৃহস্পতিবার চাঁদ উদ্যানে নিজের বাসার সামনেই শাহরিয়া আশিক (১৯) নামে ১ যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত বুধবার রাত সাড়ে এগারোটার দিকে জেনেভা ক্যাম্পে গোলাগুলিতে শাহনেওয়াজ ওরফে কাল্লু নিহত হয়েছেন। তিনি নারায়ণগঞ্জে একটি চাপের দোকানে কাজ করতেন। বুধবার রাতে জেনেভা ক্যাম্পে মাদকের আধিপত্যকে কেন্দ্র করে গোলাগুলি শুরু করে শীর্ষ মাদক কারবারি ভ‚ইয়া সোহেল গ্রুপ ও মাদক কারবারি পারমনু গ্রুপ। এ সময় ভ‚ইয়া সোহেল গ্রুপের গুলিতে শাহ নেওয়াজ কাল্লু নামের যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যান। ভ‚ইয়া সোহেল বর্তমানে জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি। সোহেল, তার ভাই রানা ও টুনটুনের হাতে নিয়ন্ত্রিত হয় পুরো ক্যাম্প এলাকার হেরোইন কারবার৷ তাদের বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর ধরা ছোঁয়ার বাইরেই থেকে যান তারা।
নিহত কাল্লু জেনেভা ক্যাম্পের আরেক মাদক কারবারি লালনের বড় ভাই। লালন ভেনেভা ক্যাম্পের মাঝারি পর্যায়ের একজন মাদককারবারি। তার নামেও রয়েছে বেশ কয়েকটি মাদক মামলা। তিনি আরেক মাদককারবারি পারমনুর বিশ্বস্ত সহযোগী। কাল্লু মৃত আবু বক্কর সিদ্দিকের পুত্র। তিনি শনির আখড়ায় বসবাস করতেন।
এদিকে গতকাল দুপুরে মোহাম্মদপুরর ৪০ ফিট রাস্তায় অজ্ঞাত সন্ত্রাসীরা আশিককে পিটিয়ে ফেলে রাখে। পরে পরিবারের লোকজন সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে চাঁদ উদ্যান ৪ নম্বর রোডে তার বাসার সামনে নিয়ে আসে। সেখান থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। আশিক সিএনজি চালক ছিলেন। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ই