ড. মুহাম্মদ ইউনূস’র নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে বিএফটিইউসি’র শুভেচ্ছা

অনলাইন ডেস্ক : বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেস (বিএফটিইউসি) এর মহাসচিব আমিনুর রশিদ চৌধুরী রিপন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও নবগঠিত উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যদের বিশেষভাবে শুভেচ্ছা জানিয়েছেন এবং তাদের সকলের সফলতা কামনা করেছেন। শনিবার (10 আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দেশের এই ক্লান্তি লগ্নে বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেস (বিএফটিইউসি) আশা করে যে, ড. মুহাম্মদ ইউনূস এর নেতৃত্বে গঠিত সরকার দেশের বর্তমান কঠিন পরিস্থিতিকে সুদক্ষভাবে মোকাবেলা করে রাষ্ট্রযন্ত্র সংস্কারের প্রয়োজনীয় সকল কার্যক্রম যথাসময়ে সম্পন্নকরণ, মানবাধিকার সুরক্ষা সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সহ দেশকে একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করবে, জনগনের আশা-আকাঙক্ষাকে বাস্তবে রূপ দান করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবেন। বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেস (বিএফটিইউসি) আরো প্রত্যাশা করে যে, মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর নেতৃত্বধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শ্রমিকদের মৌলিক অধিকারের যথাযথ সম্মান প্রদর্শন ও সুরক্ষা প্রদান করবে, আন্তর্জাতিক মানদন্ডের আলোকে বাংলাদেশের শ্রম আইনের যথাযত সংশোধন প্রক্রিয়া সম্পন্নকরণ, কর্ম পরিবেশের উন্নয়ন প্রক্রিয়া চলমান রাখা, কার্যকর শিল্প সম্পর্ক প্রতিষ্ঠা, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন সকল দপ্তর ও প্রতিষ্ঠানসমূহকে কার্যকরভাবে সংস্কার ও দুর্নীতি মুক্ত করণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ, বাংলাদেশ কর্তৃক আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) দাখিলকৃত ও প্রতিশ্রুত রোড ম্যাপ এবং ইইউ অ্যাকশন প্ল্যান অনুযায়ী সকল প্রতিশ্রুতি যথা সময়ের মধ্যে পূরণ করবে। বিএফটিইউসি এ বিষয়ে বর্তমান নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে শ্রমিকদের পক্ষ হতে যথাযত সহায়তা করতে প্রস্তুত রয়েছে।ই

মন্তব্য করুন