ড. মইনুদ্দিন আহমেদ খান স্মারক গ্রন্থের প্রকাশনা উৎসব, রমজানের তাৎপর্য আলোচনা ও ইফতার মাহফিল

প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির ইসলামের ইতিহাস সাংস্কৃতি বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিভাগ প্রতিষ্ঠাতা সভাপতি ইতিহাসবিদ প্রফেসর ড. মইনুদ্দিন আহমদ খান স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন ও হয়। প্রাক্তন ছাত্র ছাত্রী সমিতির সিনিয়র সহ-সভাপতি এস, এম, মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও স্মারক গ্রন্থের সম্পাদনা পরিষদের সদস্য আহমদ ইমরুল আজিজের সঞ্চানালয়ে শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার, রাজশাহী বিশ্ববিদ্যালয় অবসরপ্রাপ্ত ডক্টর মুহিবুল্লাহ, রাজশাহী বিশ্ববিদ্যালয় অবসরপ্রাপ্ত ডক্টর মহিবুল্লাহ, প্রফেসর ডঃ ফজলুল কাদের চৌধুরী, প্রফেসর জসিম উদ্দিন,এড, চৌধুরী গোলাম মহিউদ্দিন, নির্বাহী সদস্য আকতার কামাল চৌধুরী, এম, এ রমিজ আহমদ, প্রকাশনা উৎসব অনুষ্ঠানে ড. মঈনুউদ্দিন আহমদ খানের বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ শেষে অতিথিবৃন্দ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

মন্তব্য করুন