April 22, 2021

আমাদের খবর

খবরের সাথে সব সময়


Warning: sprintf(): Too few arguments in /home/customer/www/amaderkhabor.com/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

ডিজিটালেই মুক্তি পাচ্ছে সুশান্তের শেষ ছবি, ক্ষুব্ধ ফ্যানেরা।

1 min read
ডিজিটালেই মুক্তি পাচ্ছে সুশান্তের শেষ ছবি

ডিজিটালেই মুক্তি পাচ্ছে সুশান্তের শেষ ছবি, ক্ষুব্ধ ফ্যানেরা। শেষ ছবি ‘দিল বেচারা‘ সিনেমা মুক্তি দেখে যেতে পারলেন না সুশান্ত সিংহ রাজপুত। বলিউড খ্যাতিনামা এই অভিনেতার ফ্যানেরা চেয়েছিলেন তাঁর শেষ পারফরমেন্সটা বড়পর্দাতেই দেখতে পারবে। ভালবাসায় ভরিয়ে দিতে চেয়েছিলেন গোটা হল।

টি। আগামি ২৪ জুলাই ছবিটি দেখা যাবে হটস্টার প্লাস ডিজনি ওয়েব প্ল্যাটফর্মে।

বৃহস্পতিবার নিজেদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে সে কথা শেয়ার করে হটস্টার কর্তৃপক্ষ লেখেন, “এ এক আশা, ভালবাসা আর না ফুরনো স্মৃতির গল্প। সুশান্ত সিংহ রাজপুতের ঐতিহ্যকে অনুভব করার উপায়।

এর পরেই বেজায় চটেছেন নেটাগরিকদের একটা বড় অংশ। হটস্টারের দিকে আঙুল তুলে তাঁদের বক্তব্য, “শেষ ছবিটাও ডিজিটালে মুক্তি? এতগুলো ছবি কেড়ে নেওয়ার পরেও আপনারা শেষ ছবির বেলায় এরকম করলেন!”

যদিও এর পাল্টা যুক্তি সাজিয়ে একাংশের বক্তব্য, “করোনার কারণে সিনেমা হল বন্ধ বলেই ডিজিটালি মুক্তি দেওয়া হচ্ছে”।

কিন্তু বলিউড অভিনেতা সুশান্ত ফ্যানেরা এ যুক্তি মানতে নারাজ।

তাঁদের দৃঢ় বক্তব্য, নামি দামি সিনেমা যদি হলে রিলিজের জন্য অপেক্ষা করতে পারে তা হলে দিল বেচারা কেন পারবে না?

এই  সব প্রশ্নের উত্তর জানা নেই কারো।

আরো পড়ুনঃ আমির খান অন্য রকম পাকা চুলে!

তবে হাল ছাড়ছেন না তার ভক্ত ফ্যানেরা। যেখানেই মুক্তি পাক না কেন ‘দিল বেচারা’ সিনেমা যে ফ্লপ হতে দেওয়া যাবে না।

তা নিয়ে মোটামুটি বদ্ধপরিকর তাঁরা।

সুশান্ত চলে গেছেন না ফেরার দেশে, কিন্তু তাঁর শেষ স্মৃতিকে বাঁচিয়ে তুলতে মরিয়া সবাই।

লেখক জন গ্রীন-এর ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টার’ থেকে অনুপ্রাণিত এই ছবি।

বিপরীতে রয়েছেন সঞ্জনা সঙ্ঘি এবং সইফ আলি খান। আর মাসখানেক, সুশান্তের স্মৃতিতে সিক্ত হতে আঁকড়ে ধরবেন হটস্টারকেই?