ট্রাকের ধাক্কায় প্রাইভেটকার খাদে পড়ে ছাত্রলীগের ৪ কর্মী নিহত

খবর ডেস্ক :
প্রাইভেটকার খাদে পড়ে ছাত্রলীগের ৪ কর্মী নিহত
সিলেটের জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ছাত্রলীগের ৪ কর্মী নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে সিলেট-জাফলং মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—জৈন্তাপুর উপজেলার পানিহারা হাটির আরছ মিয়ার ছেলে তমাল (২৫), একই উপজেলার নিজপাট ইউনিয়নের রনদ্বীপ পালের ছেলে নেহাল (২৬), কমলাবাড়ি এলাকার জামাল উদ্দিনের ছেলে জুবায়ের, নিজপাট ইউনিয়নের হারুন উর রশিদের ছেলে আলী হোসেন সুমন। তারা সবাই ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।

জানা যায়, জৈন্তাপুর থানা এলাকায় ট্রাকের ধাক্কায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।পরবর্তীতে স্থানীয়রা প্রাইভেট কারে থাকা যাত্রীদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা ৪ জনকে মৃত ঘোষণা করেন।

এদিকে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ওসমানী হাসপাতালে ছুটে যান সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। এ সময় তিনি নিহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন।

মন্তব্য করুন