টেকনাফে ডাকাত খায়ের নারী সহযোগিসহ গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি : কক্সবাজার টেকনাফে যৌথবাহিনীর অভিযানে দুর্ধর্ষ ডাকাত আবুল খায়েরকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে কোহিনুর নামের তার ১ নারী সহযোগিকেও গ্রেফতার করা হয়।

বুধবার (৫ মার্চ) দিবাগত রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী ও লামারপাড়া এলাকা থেকে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।

নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কুখ্যাত ডাকাত আবুল খায়ের আস্তানায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নৌবাহিনী ও পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানকালে যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে কুখ্যাত ডাকাত আবুল খায়ের একটি জলাশয়ে লাফিয়ে পড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নৌবাহিনীর স্পেশাল ফোর্সসহ নৌসদস্যরা তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়।

পরে তার দেওয়া তথ্য মতে, রাতেই টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাগুনা নামক এলাকার ১ বাড়িতে আরেকটি অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ইয়াবা ও বেশ কয়েকটি দেশীয় অস্ত্রসহ তার সহযোগী কোহিনূর নামক ১ নারী মাদক কারবারীকে আটক করা হয়। পরবর্তীতে মাদক ও অস্ত্রসহ আকটকৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানায় হস্তান্তর করা হয়।

থানা সূত্র জানায়, আটককৃত শীর্ষ ডাকাত বিভিন্ন অপরাধের সাথে জড়িত এবং তার বিরুদ্ধে ইতিপূর্বে হত্যা, অপহরণ, মাদক, চোরাচালান ও ডাকাতিসহ ৮টি মামলা রয়েছে।

উল্লেখ্য, সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর অপরাধ বিরোধী অভিযান চলমান রয়েছে। অভিযানে নৌবাহিনীর স্পেশাল ফোর্স সোয়াডসসহ দুটি সেকশন অংশ নেয়।আ

মন্তব্য করুন