টিসিবি আলু ২৫ টাকা কেজি বিক্রয় করবে।
1 min read
টিসিবি আলু ২৫ টাকা কেজি বিক্রয় করবে। বর্তমান সময়ে আলুর মূল্য বৃদ্ধি পাওয়ায় সরকারের বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কাষ্টমাদের সুবিধার্থে ২৫ টাকা দরে আলু বিক্রয় করবে। এই আলু দ্রুত সময়ের মধ্যে খোলা বাজারে ট্রাকে বিক্রয় ব্যবস্থা গ্রহন করা হবে।
বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী রবিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আলু ব্যবসায়ীদের সঙ্গে আলাপ কালে এ কথা বলেন।
তিনি বলেন, বন্যা ও বৃষ্টির কারণে সবজির আবাদ কিছুটা ক্ষতি হবার কারণে আলুর চাহিদা বেড়েছে। কিন্ত সরকারের ধার্যকৃত
মূল্যের বেশি দামে বিক্রি হওয়ার কোন কারণ নেই।
মন্ত্রী বলেন, বাজারে সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রয় নিশ্চিত করা হবে। এ জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা
অধিকার সংরক্ষণ অধিদফতরসহ সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ শুরু করেছে।
উল্লেখ্য, হঠাৎ করে গত কয়েক দিনের মধ্যেই আলুর দাম ত্রিশ টাকা থেকে কেজি ৬০ টাকায় চলে গেছে। এ অবস্থায়
সরকারের কৃষি বিপণন অধিদফতর কোল্ড স্টোরেজ পর্যায়ে প্রতি কেজি আলুর মূল্য ২৩ টাকা, পাইকারি বাজারে পশ্চিশ টাকা
ও খুচরা বাজারে ত্রিশ টাকা ধার্য করে দিয়েছে। কিন্তু বাজারে নির্ধারিত দামে আলু বিক্রি হচ্ছে না।
বাণিজ্য সচিবের সঞ্চালনায় সভায় কৃষি বিপণন অধিদফতরের মহাপরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এবং বাংলাদেশ ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ (টিসিবি) এর চেয়ারম্যান, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ কোল্ড স্টোরেজ এ্যাসোসিয়েশন এর প্রেসিডেন্ট, ট্রেড এন্ড ট্র্যারিফ কশিশন এর সদস্য, বাংলাদেশ র্যাব, ডি.জি.এফ.আই এন.এস.আই এর প্রতিনিধিবৃন্দ ও আলু ব্যবসায়ীরা উপস্থিত ছিল।