April 23, 2021

আমাদের খবর

খবরের সাথে সব সময়


Warning: sprintf(): Too few arguments in /home/customer/www/amaderkhabor.com/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

জয়া আহসান এর ৫টি ছবি করোনায় আটকে আছে।

1 min read
জয়া আহসান এর ৫টি ছবি করোনায়

জয়া আহসান এর ৫টি ছবি করোনায় আটকে আছে। মহামারি প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে স্থবির হয়ে আছে বিশ্বজুড়ে। গৃহবন্দি হয়ে আছে জনজীবন। আটকে আছে বিনোদনের প্রোডাকশন মাধ্যমও। করোনার জন্য ঢাকা ও পশ্চিমবঙ্গের জনপ্রিয় খ্যাতিনামা অভিনেত্রী জয়া আহসান এর সকল কর্মকান্ড আটকে আছে। আটকে আছে তার পাঁচটি ছবি মুক্তি।

 

ছবিগুলো হচ্ছে অর্ধাঙ্গিনী, ঝরা পালক, ভূতপরী, পেয়ারার সুবাস, বিউটি সার্কাস।

কলকাতার জনপ্রিয় টলিউড প্রযোজক কৌশিক গাঙ্গুলী পরিচালিত  ”অর্ধাঙ্গিনী। সিনেমাটিতে অভিনয় করেন বাংলাদেশের খ্যাতিনামা নন্দিত অভিনেত্রী জয়া আহসান

সায়ন্তন মুখোপাধ্যায়ের পরিচালনায় কলকাতায় শুরু হয়েছে ‘ঝরা পালক’ ছবির শুটিং। এই ছবিতে কবি জীবনানন্দ দাশের স্ত্রী ‘লাবণ্য’র ভূমিকায় দেখা যাবে জয়াকে। জীবনানন্দ দাশের বিভিন্ন বয়সের চরিত্রে অভিনয় করছেন ব্রাত্য বসু ও রাহুল।

অভিনয় জীবনের প্রথম থেকেই জয়া বেছে কাজ করতে পছন্দ করেন। কারণ তার ছবি মানেই দর্শকদের মধ্যে একটা অন্য রকম চাহিদা তৈরি হয়। এবার তিনি অনস্ক্রিন কবি জীবনানন্দ দাশের স্ত্রী, ‘লাবণ্য’।

এ বিষয়ে জয়া বলেন, জটিল চরিত্র। স্বামী-স্ত্রী সম্পর্কের মধ্যে গ্রে এরিয়া ছিল। সেটাই দেখানোর চেষ্টা করছি। খুব ভাল লাগছে কাজটা।

তিনি বলেন, মাঝে মাঝে মনে হয় লাবণ্যই বনলতা।

তবে এ কথা নিশ্চিত ভাবে বলতে পারি, জীবনানন্দের কাজে লাবণ্যর ভূমিকা অবশ্যই রয়েছে।

জানা গেছে, কবির বিভিন্ন লেখা পড়ে ও গবেষণা করে ‘ঝরা পালক’-এর চিত্রনাট্য তৈরি করেছেন পরিচালক নিজেই।

ছবির বেশির ভাগ শুটিং কলকাতাতে হলেও কবির জন্মস্থান বরিশালেও কিছু অংশের শুটিং হওয়ার কথা রয়েছে।

ভূতপরীর চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের জনপ্রিয় খ্যাতিনামা অভিনেত্রী জয়া এহসান।

ভূত নিয়ে টলিউডে তৈরি হচ্ছে সিনেমা ভুতপরী। তবে এই ছবিতে ভূত কাউকে ভয় দেখাবে না।

বরং এই সিনেমাটি একটু অন্যরকম। এখানে খোদ ভূতেরই মৃত্যু রহস্যের তদন্ত করা হবে।

খোঁজা হবে অতীতের ঘটে যাওয়া নানান অজানা ঘটনা। সিনেমার নাম ‘‌ভূতপরী। পরিচালক ‌সৌকর্য্য ঘোষাল।

সিনেমার চিত্রনাট্য অনুযায়ী, গ্রামের একটি ছোট ছেলে, স্বপ্ন দেখতে দেখতে মাঝে মধ্যেই তাঁর ঘুম ভেঙে যায়।

সেখান থেকেই সে জানতে পারে দীর্ঘ ৭০ বছর আগে এক অস্বাভাবিক কোনও ঘটনা ঘটেছিল।

ভূতপরীর সঙ্গে

তারপরই তার আলাপ হয় ভূতপরীর সঙ্গে। তাঁর জীবনেও রয়েছে অনেক না জানা ঘটনা। এরপরই সামনে আসে, ভূতপরীর মৃত্যু ঘিরেও রয়েছে অনেক নানা রহস্য। আর সেই সমস্যার সমাধানে বেরিয়ে পড়ে ছবির চরিত্ররা।

সিনেমায় ভূতপরীর চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া এহসান। ছোট বালকের ভুমিকায় থাকছেন বিশান্তক মুখোপাধ্যায়। এই ছবিতে এক বিশেষ ভুমিকায় দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকেও। তাঁর হাত ধরেই সমাধান হবে রহস্যের। এছাড়াও সিনেমায় অভিনয় করবেন সুদীপ্তা চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায়–সহ আরও অনেকেই।

পেয়ারার সুবাসঃ নূরুল আলম আতিক পরিচালিত পেয়ারার সুবাস সিনেমাটিতে অভিনয় করেছেন বাংলাদেশের জয়া আহসান।

বিউটি সার্কাসঃ মাহমুদ দিদার পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেন বাংলাদেশের নন্দিত অভিনেত্রী জয়া আহসান

ছবিগুলোর মধ্যে প্রথম তিনটি কলকাতার হলেও শেষ দুটি সিনেমা বাংলাদেশের। প্রত্যেকটি ছবিতেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন গেরিলা ছবির এ অভিনেত্রী।

জয়া আহসান জানান, পাঁচটি ছবির মধ্যে সবকটিরই কাজ প্রায় শেষ। মুক্তির বিষয়ে এখনই জানা যাচ্ছেনা কিছুই। কারণ পৃথিবীর অবস্থা ভালো নেই। এই অবস্থায় ছবিও মুক্তি পাবেনা।

তবে করোনা শেষে নতুন এক পৃথিবীতে ছবিগুলো মুক্তি পাবে বলেই আশ্বাস প্রকাশ করেন দুই বাংলার এ অভিনত্রী।

লকডাউনের সময় ঢাকার রাস্তায় দেখা গেল তাঁকে। হলদে কামিজ, সাদা সালোয়ার। মুখ বাঁধা। জয়া আহসান। গত পাঁচ দিন ধরে ২৫ থেকে ৩০টি কুকুরকে ঢাকার রাস্তায় নিজের হাতে মুর্গির মাংস, ভাত আর জল খাওয়াচ্ছেন জয়া। এই লকডাউনের সময় তিনি বলেছিলেন যে বাগানেই তাঁর একমাত্র শান্তি। কিন্তু নিজে কুকুরদের এ ভাবে নিয়ম করে যত্ন নিচ্ছেন সে কথা নিজে ফলাও করে বলেননি। জয়া আহসান এর দাদা অদিত মাসুদ সোশ্যাল মিডিয়ায় জয়ার ছবি দিয়ে এই খবরটি পোস্ট করেন। তিনি লেখেন, “আমার বোন জয়ার জন্য আমার গর্ব হচ্ছে।”

বাংলাদেশের এমন অনেক এনজিও যারা পশুপাখিদের নিয়ে কাজ করে তাদের সঙ্গে বেশ অনেক দিন ধরেই যুক্ত জয়া।

কিন্তু তাঁর এই ভাবনা বা কাজকে তিনি কখনও প্রচারের আলোয় নিয়ে আসেননি।

জয়া আহসান

এই সময় ভারতেই থাকার কথা ছিল জয়ার। ‘অর্ধাঙ্গিনী’ ছবির ডাবিং এখনও বাকি। বাংলাদেশের পরিস্থিতিও ভাল নয়।

জয়া আগেই সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ঢাকার রাস্তায় সেনা নেমেছে।

ঢাকাতেই ছবির সঙ্গে যুক্ত কিছু মানুষ যাঁদের হাতে প্রায় একেবারেই টাকা নেই, তাঁদের জন্য তহবিল করে টাকা তোলার ব্যবস্থা করছেন তিনি।

তবে এ ধরনের কাজের প্রচার তিনি একেবারেই পছন্দ করেন না।