
অনলাইন :ম
জেলের মধ্যেই বিষ খাইয়ে খুনের চেষ্টা বুশরা বিবিকে! চাঞ্চল্যকর অভিযোগ আনলেন ইমরান খানের স্ত্রী। জানা গিয়েছে, জেলের খাবারে বিষ মিশিয়ে সেটা খাওয়ানো হয়েছিল সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রীর স্ত্রীকে। তার পরেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন বুশরা বিবি।
গত সপ্তাহেই পাকিস্তানের সাধারণ নির্বাচন শেষ হয়েছে। সেখানে সবচেয়ে বেশি আসন পেয়েছে ইমরান খানের দল পিটিআই সমর্থিত সতন্ত্র প্রার্থীরা। তার পরেই শোনা গিয়েছিল, ইমরানের প্রভাব একেবারেই ভালো চোখে দেখছে না পাকিস্তানের সেনা। তার জন্য প্রয়োজন হলে জেলবন্দি অবস্থাতেই খুন করে ফেলা হবে সাবেক প্রধানমন্ত্রীকে। সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে ইমরানের বোন এমন বিস্ফোরক কথা জানিয়েছিলেন।
সেই ঘটনার কয়েকদিন যেতে না যেতেই নতুন অভিযোগ আনলেন বুশরা বিবি। আপাতত বানিগালার জেলে বন্দি রয়েছেন তিনি। আইনজীবী জানান, পাকিস্তানের নির্বাচনের দিনই বুশরার খাবারে বিষ মিশিয়ে দেয়া হয়। প্রচণ্ড মশলাদার সেই খাবার খেয়েই তার মুখে আর পেটে ঘা হয়ে যায়। নিজের বক্তব্যে বুশরা জানান, খাবারের মধ্যে ইচ্ছা করে কিছু ঢেলে দিয়েছিলেন জেল কর্মকর্তারা। সেই খাবারই জোর করে খাইয়ে দেয়া হয়।
এই খবর পেয়েই ক্ষোভে ফেটে পড়ে ইমরানের দল। পিটিআইয়ের তরফে অভিযোগ, দেশের ফ্যাসিস্ট সরকার ইচ্ছা করে ইমরানের পরিবারকে আক্রমণ করছে। বুশরা বিবিকে চিকিৎসার সুযোগও দেয়া হচ্ছে না। তবে ইমরানের স্ত্রী এখন কেমন আছেন, সেই নিয়ে বিস্তারিত খবর মেলেনি। সূত্র: ইন্ডিয়া টুডে। ই