
বক্তব্য দিচ্ছেন জাতীয় সাংবাদিক সংস্থার মহানগর নেতা ও আবেদন পত্রিকার সম্পাদক, লায়ন মাওলানা মো: ইউসূফ।
জাতীয় সাংবাদিক সংস্থা মিরসরাই উপজেলা কমিটির আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। আজ ৯ জুলাই মঙ্গলবার, বিকাল ৪ ঘটিকার সময় জাতীয় সাংবাদিক সংস্থার মিরসরাই উপজেলা কমিটির উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লায়ন মাওলানা মোহাম্মদ ইউসুফ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি সিসেবে উপস্থিত ছিলেন নিজামপুর কলেজের সাবেক প্রিন্সিপাল মোহাম্মদ রফিক উদ্দিন, বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ও মিরসরাইয়ের বিভিন্ন সংবাদপত্রের কর্মরত সংবাদকর্মী বা সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। বক্তারা বক্তব্য জাতীয় সাংবাদিক সংস্থাকে এগিয়ে নিতে বিভিন্ন দিক নির্দেশনা ও বর্তমান সাংবাদিকদের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন।