ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে ফখরুল আনোয়ারকে গ্রেফতার

স ম জিয়াউর রহমান : চট্টগ্রাম নগরের খুলশী থানার টাইগারপাস এলাকার নেভী কনভেনশন সেন্টারে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আটক হওয়া চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ারকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

রোববার (২ ফেব্রুয়ারি) নগরের কোতোয়ালি থানায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়।

প্রসঙ্গত- শনিবার রাতে নেভী কনভেনশন সেন্টারে ফখরুল আনোয়ারের ছেলের বিয়ে চলছিল। অতিথিদের আপ্যায়নে ব্যস্ত ছিলেন ফখরুল। একপর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে বৈষম্যবিরোধী আন্দোলনকারী পরিচয় দিয়ে একদল লোক কনভেনশন সেন্টারটি ঘিরে ফেলে। এসময় আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগানও দিতে থাকে। পরে ঘটনাস্থলে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ারকে আটক করে খুলশী থানায় নিয়ে যায়।

এদিকে তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করেন।

মন্তব্য করুন