ছাত্র আন্দোলনে হামলা : হাটহাজারীতে আ.লীগ নেতাসহ গ্রেফতার-৪

নিজস্ব প্রতিনিধি : হাটহাজারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় মো. হারুনুর রশিদ (৫৫), আবুল হাসেম (৩৫), মো.ওয়াহিদুল আলম (৩৪) ও গাজী মো.আলী হাসান (৪৭) নামে আ.লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার নেতাকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।

সোমবার (১৮ নভেম্বর) রাতে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান গ্রেফতারের ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল রবিবার দিবাগত রাতে উপজেলা ও পৌরসভার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় এসব আসামিদের গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা যায়, হাটহাজারী পৌরসভা ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. হারুনুর রশিদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলায়, পৌরসভা ৪নং ওয়ার্ড যুবলীগের সদস্য আবুল হাসেম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত একটি মামলায়, ২নং ধলই ইউনিয়ন ছাত্রলীগ (নিষিদ্ধ সংগঠন) সদস্য ধলই ইউপির ৭নং ওয়ার্ডের পশ্চিম ধলই এলাকার আহাম্মদ সাফার পুত্র মো. ওয়াহিদুল আলম একই সংক্রান্ত ২ মামলায়, ৩নং মির্জাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি চারিয়া কালা গাজী বাড়ির মৃত গাজী সালেহ আহম্মদের পুত্র গাজী মো. আলী হাসানকে একই সংক্রান্ত ৩ মামলায় গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের আজ সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান।আ

মন্তব্য করুন