বুবলী আমেরিকায়
1 min read
চিত্রনায়িকা শবনম বুবলী আমেরিকায়।
শবনম বুবলী অভিনীত বসগিরি, শুটার, অহংকার, রংবাজ, চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া, সুপার হিরো, ক্যাপ্টেন খান, পাসওয়ার্ড মনের মত মানুষ পাইলাম না ও বীর নামের ছবিগুলো মুক্তি পায়।
বুবলী এখন কোথায়? বুবলী আমেরিকায় না কি ঢাকায়।
বিভিন্ন সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করে অল্প সময়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি।
সম্প্রতি বুবলী অভিনীত ‘বীর’ সিনেমাটি মুক্তি পেলেও সিনেমা হলে কিংবা ছবির প্রচারণার সময় দেখা যায়নি তাকে।
এমনকি ‘বীর’ ছবির মুক্তি উপলক্ষে হয়ে যাওয়া ঢাকা ক্লাবের অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন না তিনি।
অনুষ্ঠানে শবনম বুবলীর খোঁজ করলে এক প্রযোজক বলেন, তিনি কোথায় সেটা জানি না।
জেনেছি দেশের বাইরে আছেন। এরপর কয়েকদিন বুবলীর নাম্বারে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত ব্যক্তিগত নাম্বারটি খোলা পেলেও রিসিভ করছেন না কেউই।
এদিকে বুবলী কোথায়- এই প্রশ্ন এখন শোবিজের চারদিকে। তাই বুবলীর খোঁজে গতকাল তার বড় বোন ও সংগীতশিল্পী নাজনীন মিমির সঙ্গে কথা হয়।
তিনি সাংবাদিকদের বলেন, আমি কয়েকদিন আগে সিঙ্গাপুর থেকে এসেছি। বুবলী দেশে নেই।
আমি সিঙ্গাপুর যাওয়ার সময় বুবলী আমেরিকায় যাওয়ার কথা আমায় বলেছিলো।
তাই আমার জানামতে, বুবলী বর্তমানে আমেরিকায় আছেন।আরো পড়ুনঃ আমাদের খবর।
বুবলী আমেরিকায়
বুবলী আমেরিকা থেকে লন্ডন হয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।
ঘুরতেই দেশের বাইরে গেছে বুবলী। এটা নিয়ে বিভিন্ন মিডিয়ায় শাকিব-বুবলীকে ঘিরে নানা রং মাখানোর সংবাদ দেখছি।
তবে এটা একদমই কাম্য না। কারণ শাকিব-বুবলীর রসায়ন নিয়ে অনেক সংবাদ আগেও দেখেছি। আর এখন দুজনের সম্পর্ক নিয়ে যা শুনছি এমন কিছু হলে সেটা শাকিব কিংবা বুবলীই সকলকে জানাবে। পরিবারের লোক হিসেবে আমরা অবশ্যই জানবো। আর কাজের বাইরে ঘুরতে সকলেই পছন্দ করেন। এটা নিয়ে অন্য কিছু বলার নেই আমার। আরো পড়ুনঃ আমাদের খবর।
উল্লেখ্য, বুবলী অভিনীত ও মুক্তি পাওয়া সব সিনেমায় তার নায়ক হিসেবে দর্শকরা শাকিব খানকে পেয়েছেন। শাকিব ও বুবলীর পর্দার রসায়ন দর্শকরা পছন্দও করেছেন। এদিকে শাকিবের বিপরীতে ‘ক্রিমিনাল’ নামের একটি ছবি সামনে মুক্তি পাবে। এ ছবিটি পরিচালনা করেছেন শাহীন সুমন। অন্যদিকে বুবলী শাকিবের বাইরে সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’ নামে একটি সিনেমায় অভিনয় করেছেন। এ ছবিতে বুবলীর বিপরীতে অভিনয় করেছেন নিরব। আরো পড়ুনঃ আমাদের খবর।
আরো পড়ুনঃ বুবলী অপু বিশ্বাসের পথেই হাঁটছে।
1 min read